আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদান করার কথা ছিল। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। তারপরে বিজেপি নেতা জাফর ইসলাম তার বাড়িতে যান এবং দুপুর ২টো নাগাদ জাফরের সঙ্গে সিন্ধিয়া বাড়ি থেকে বেরিয়ে ২টো ৪০ মিনিট নাগাদ বিজেপি দপ্তরে যান। ঠিক ৩ টের কিছু মিনিট আগে সিন্ধিয়া বিজেপিতে নাম লেখান।
বিজেপিতে যোগ দেবার ফলে তাকে পুরস্কার হিসাবে দেওয়া হচ্ছে রাজ্যসভার টিকিট। এর জন্য মনোনয়ন পত্র পেশ করবেন আগামী ১৩ই মার্চ। সিন্ধিয়া মনোনয়ন পত্র জমা দেবার আগে গোয়ালিয়র গিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন বলে সূত্রের খবর। শর্ত দিয়েই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে শোনা যাচ্ছে। অমিত শাহ ও মোদী-র কাছে কেন্দ্রের মন্ত্রীত্বের শর্ত রেখেছিলেন তিনি। খুব শীঘ্রই সেই শর্ত পূরণ করবে বিজেপি সরকার এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুন : দেশে তেলের দাম না কমিয়ে কংগ্রেস সরকারকে ফেলতে ব্যাস্ত মোদী, কটাক্ষ রাহুলের
কংগ্রেসের সাথে বেশ কিছুদিন ধরেই সিন্ধিয়ার মতবিরোধ চলছিল। সিন্ধিয়া মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চাইলেও কংগ্রেস তাকে সরিয়ে কমল নাথকে মুখ্যমন্ত্রী করেন। আর কংগ্রেস তাকে উপমুখ্যমন্ত্রী পদ দিতে চাইলে তিনি তার পরিবর্তে মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ দাবি করলে কংগ্রেস সেই দাবিও প্রত্যাখ্যান করে দেয়। এই মতবিরোধ নিয়ে দলে থাকলেও শেষপর্যন্ত মঙ্গলবার তিনি কংগ্রেস ছাড়লেন। আর তার একদিন পরেই বিজেপির সর্বভারতীয় সভাপতির জেপি নাড্ডার সাথে বিজেপিতে যোগ দিলেন সিন্ধিয়া। তার এই যোগদানের অনুষ্ঠানে দিল্লির বিজেপি সদর দপ্তরে অনেক সমথক ও উপস্থিত হয়েছিলেন। এখন শুধু সিন্ধিয়ার মন্ত্রিত্বের পদ পাওয়া কিছু সময়ের অপেক্ষা।
#WATCH Live from Delhi: Jyotiraditya Scindia joins Bharatiya Janata Party (BJP), in presence of BJP President JP Nadda https://t.co/xBIMuF4CKZ
— ANI (@ANI) March 11, 2020