Today Trending Newsদেশনিউজ

‘গণতন্ত্রকে হত্যা করল বিজেপি’, রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী

Advertisement

অবশেষে লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। শুক্রবার রাজ্যপাল লালজী ট্যান্ডনের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন তিনি। এই ইস্তফাপত্রে তিনি জানান, গত ১৫ দিন ধরে মধ্যপ্রদেশে গণতন্ত্রকে দুর্বল করার প্রয়াস চলেছে। এরপরই বিজেপি নেতৃত্বকে একহাত এই বর্ষীয়ান কংগ্রেস নেতা দাবি করেন, ‘সরকার গড়ার প্রথম দিন থেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে বিজেপি। আমরা মানুষের জন্য কাজ করে গেছি, আর ওরা ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্র করে গেছে। শেষ পর্যন্ত ওরা গণতন্ত্রকে হত্যা করেই ছাড়ল।’

আরও পড়ুন : করোনায় আক্রান্ত হয়ে ভারতে পঞ্চম মৃত্যু

একইসঙ্গে তিনি আরও জানান যে, ‘সারা দেশের মানুষ দেখেছেন, কীভাবে বিধায়কদের বন্দি করে রাখা হয়েছিল। একদিন সমস্ত সত্য প্রকাশিত হবে। সেদিন ওদের কেউ ক্ষমা করবে না।’ প্রসঙ্গত, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করে মুখ্যমন্ত্রী পদ কংগ্রেস নেতা কমলনাথ ইস্তফা দেওয়ায় মধ্যপ্রদেশে ১৫ মাসের কংগ্রেস সরকারের পতন ঘটল। যার ফলে সেখানে বিজেপির সরকার গঠন এখন সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল।

হোলির দিন দলের হেভিওয়েট নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ ২২ জন বিধায়ক পদত্যাগ করলে মধ্যপ্রদেশ বিধানসভায় সংখ্যালঘু হয়ে পড়ে কংগ্রেস। এরফলে মুখ্যমন্ত্রীর পদ থেকে কমলনাথের ইস্তফা অনিবার্য হয়ে ওঠে। বৃহস্পতিবার, দলত্যাগী ১৬ বিধায়কের পদত্যাগ গ্রহণ করেন বিধানসভার অধ্যক্ষ। ইতিপূর্বে বাকী ৬ জন বিধায়কের পদত্যাগ গ্রহণ করেছিলেন তিনি। ফলে মধ্যপ্রদেশ বিধানসভার ম্যাজিক ফিগার এসে দাঁড়ায় ১০৪-এ। বিজেপি একা ১০৭ টি আসন পেয়েছে। তাই মধ্যপ্রদেশে গেরুয়া শাসক প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button