Categories: দেশ

Kangana Ranaut: চন্ডিগড় এয়ারপোর্টে কঙ্গনাকে সপাটে চড় মারলেন CISF জওয়ান

এই ঘটনায় বিভিন্ন মহল থেকে ওই CISF জওয়ানের বিরোধিতা করা হচ্ছে

Advertisement

Advertisement

বৃহস্পতিবার চন্ডিগড় বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই বিজেপির মান্ডি লোকসভার সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ওপারে চড় মারার অভিযোগ উঠল এক মহিলা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। কঙ্গনা এই দিন চন্ডিগড় বিমানবন্দরে এসেছিলেন একটি সভায় যোগ দেওয়ার জন্য। সেখানেই বিমানবন্দর চত্তরের মধ্যেই তাকে চড় মারেন ওই সিআইএসএফ জওয়ান। জানা যাচ্ছে যে মহিলা তাকে চড় মেরেছিলেন তার নাম কুলবীন্দর কৌর এবং তিনি আদতে পাঞ্জাবের কাপূর্থালার বাসিন্দা। কৃষক আন্দোলনকে খালিস্তানি বলে আক্রমণ করার যে এই কঙ্গনাকে এভাবে চড় মেরেছেন বলে জানিয়েছেন ওই জওয়ান। ইতিমধ্যেই কুলবিন্দরকে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয় সাংসদকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।

Advertisement

কি প্রতিক্রিয়া কঙ্গনার?

ঘটনার পরেই এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউত। তিনি বলেছেন, “আমি সুরক্ষিত আছি এবং আমার কাছে এসব অব্দি ওই মহিলা অপেক্ষা করছিলেন, যে আমি কখন ওর সামনে দিয়ে যাব। এরপর আচমকাই পাশ থেকে এসে আমার গালে চড় মেরে দিলেন ওই মহিলা। আমাকে হেনস্থা করা হয়েছে। আমি যখন ওই মহিলাকে জিজ্ঞেস করলাম আপনি এই কাজটা কেন করলেন, উনি পাল্টা কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনে এনে বললেন, আপনার মন্তব্য আমার পছন্দ হয়নি এবং সেই কারণে আপনাকে চড় মেরেছি।” শুধু তাই নয়, অভিনেত্রী তথা সাংসদ আরো বলছেন, “পাঞ্জাবে সন্ত্রাস বাড়ছে। আর এটা নিয়ে সরকারের কোন ভ্রুক্ষেপ নেই। কি করে এদেরকে সামলাবো আমরা?”

Advertisement

কৃষক আন্দোলন যোগ

২০২১ সালে মাসখানেক ধরে জারি থাকা দিল্লি রাজপথে পাঞ্জাবের কৃষক আন্দোলনের বিরোধিতা করে আক্রমণাত্মক টুইট করেছিলেন তৎকালীন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এরপরে তিনি পাঞ্জাবকে একহাত নিয়ে, কৃষকদের কখনো খালিস্তানি আবার কখনো সন্ত্রাসবাদী বলে তোপ দেগেছেন। এমনকি বিতর্কিত কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা যখন করেছেন নরেন্দ্র মোদি, তখন আবারো কৃষকদের জিহাদী বলে আক্রমণ করেছিলেন ওই বলিউড অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই কঙ্গনার বিরুদ্ধে বিদায় চটে গিয়েছিল শিখ সমাজ। আর এই কারণেই অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছিল এফ আই আর। শুধু তাই নয় একাধিক বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। পরবর্তীতে আবার, বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেন তিনি। এবারে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছেন। সেই কারণে তার বিরুদ্ধে ক্ষোভ আরো বেড়ে গিয়েছিল। সেই রাগের বশেই কঙ্গনাকে চপাটে চড় মেরেছেন চন্ডিগড় বিমানবন্দরে কর্মরত ওই মহিলা সিআইএসএফ জওয়ান।

Advertisement

কেন এমন কাণ্ড ঘটালেন তিনি?

ওই মহিলা বলছেন, “কঙ্গনা বলেছিলেন ১০০ টাকার জন্য কৃষকরা ওখানে বসে আছে। উনি কি সেখানে বসে ছিলেন নিজে? উনি কি কৃষকদের পরিস্থিতিটা নিজে থেকে বুঝতে চেষ্টা করেছিলেন? কঙ্গনা যখন এহেন কটুক্তি করছেন সেই সময় আমার মা ওই প্রতিবাদের মধ্যে সামিল ছিলেন।” সংশ্লিষ্ট ঘটনায় মুখ খুলেছেন মাণ্ডি লোকসভা কেন্দ্রে কঙ্গনা রানাউতের কাছে বিপুল ভোটে পরাস্ত কংগ্রেস প্রার্থী ‘রাজা’ বিক্রমাদিত্য সিংও। ঘটনার তীব্র নিন্দা করে তাঁর মন্তব্য, “এটা একেবারেই অনভিপ্রেত ঘটনা। কারও সঙ্গে এমন হোক, চাই না। বিশেষ করে এরকম কোন মহিলার সঙ্গে যিনি বর্তমানে সংসদের সদস্য। কৃষক আন্দোলন নিয়ে হয়তো ওই মহিলা জওয়ানের মধ্যে ক্ষোভ জমেছিল কিন্তু কাউকে এভাবে হেনস্তা করাটা দুর্ভাগ্যজনক। এহেন ঘটনার বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নিক।”

Recent Posts