নিরাপত্তার চাদর মুড়িয়ে মুম্বাই ছাড়লেন কঙ্গনা রানাউত

সোমবার সকালেই মুম্বাই ছাড়েন অভিনেত্রী কঙ্গনা রানাউত। গত বুধবার মানালি থেকে ফেরেন কঙ্গনা Y ক্যাটাগরি সিকিউরিটি কে সঙ্গে নিয়েই। আবারও একই ভাবে কঙ্গনা মুম্বাই ছাড়লেন। দেখুন সেই ছবি- Maharashtra: Actor…

Avatar

সোমবার সকালেই মুম্বাই ছাড়েন অভিনেত্রী কঙ্গনা রানাউত। গত বুধবার মানালি থেকে ফেরেন কঙ্গনা Y ক্যাটাগরি সিকিউরিটি কে সঙ্গে নিয়েই। আবারও একই ভাবে কঙ্গনা মুম্বাই ছাড়লেন। দেখুন সেই ছবি-

মানালি থেকে ফিরে চুপচাপ ছিলেন না অভিনেত্রী। চরম সংঘাতের মুখোমুখি হয়েছিলেন। একদিকে মুম্বাইয়ের অফিস ভাঙচুর, অন্যদিকে আদালত ও শিবসেনার সঙ্গে বাকযুদ্ধ তো অন্যদিকে রাজ্যপালের সঙ্গে মিটিং। সব মিলিয়ে বেশ জটিল জীবনই কাটাচ্ছিলেন অভিনেত্রী। ক্কিন্তু মুম্বাই থেকে সোমবার কোথায় যাচ্ছেন তা জানা যায়নি ঠিকই, তবে তাঁর ছবি দেখে স্পষ্ট যে হয়তো তিনি অবসর নিয়েছেন কিছু দিনের জন্য। চলুন কিছু ছবি ও ভিডিও দেখে নিই।