নিউজ

কঙ্গনাকে ‘হারামখোর’ বলেছিলেন শিবসেনা সাংসদ, প্রত্যুত্তরে কী জবাব দিলেন? দেখুন ভিডিও

Advertisement

কঙ্গনা রানাউতের বক্তব্য নিয়ে বাকযুদ্ধ অব্যাহত সোশ্যাল মিডিয়ায়। মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করার পর থেকে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউৎ মুম্বইতে ফিরতে মানা করেন অভিনেত্রীকে। শুধু তাই নয় কঙ্গনাকে ‘হারামখোর মেয়ে’ বলে গালি দিতেও বাধ সাধেনি তাঁর। আর এক বিধায়ক তো মুখ ভেঙে দেওয়ার প্রকাশ্য হুমকি দেন কঙ্গনাকে। মহারাষ্ট্রকে অপমান অভিযোগ আনেন তাঁরা কঙ্গনার বিরুদ্ধে।

কঙ্গনা অবশ্য বুক ঠুকে নিজেকে মারাঠী বলে ঘোষণা করে পাল্টা বলেন ইন্ডাস্ট্রির চাপের মধ্যেও মারাঠী শৌর্যকে ছবির মাধ্যমে তুলে ধরার কাজ তিনিই করেছেন।

ইতিমধ্যে মাধব শর্মা নামে এক নেটিজেন কঙ্গনার সমর্থনে ট্যুইট করেন–‘সঞ্জয় রাউৎ বলছেন ‘কঙ্গনা টিম’ মহারাজ শিবাজীর বিরুদ্ধে বলেছেন। এটা মিথ্যা। তিনি কখনোই মহান শিবাজীর বিরুদ্ধে কোনো কথা বলেন নি।
একজন মহিলাকে প্রকাশ্যে ক্ষমতায় থাকা লোকজন গালি দিচ্ছেন, আর তথাকথিত বাক-স্বাধীনতার যোদ্ধারা কিছুই বলছেন না। লজ্জা!’

প্রত্যুত্তরে কঙ্গনা রিট্যুইটে বলেন,’ ২০০৮ এ মুভি মাফিয়া আমায় পাগল ঘোষণা করেছিল, ২০১৬ তে আমায় ডাইনি ও ভাঁড় বলেছিল। ২০২০ তে মহারাষ্ট্রের মন্ত্রী আমাকে “হারামখোর মেয়ে” আখ্যা দিয়ে দিলেন, যেহেতু আমি বলেছি একটি খুনের পর মুম্বইতে আমি নিজেকে অসুরক্ষিত মনে করছি। সেইসব তর্ক-যোদ্ধারা এখন কোথায়?’

ইতিমধ্যে সঞ্জয় রাউৎ ও অন্যান্য যারা কঙ্গনার মুম্বই আসা নিয়ে হুমকি দিয়েছেন তাঁদের উদ্দেশ্যে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কঙ্গনা। অভিনেত্রী জানিয়েছিলেন আগামী ৯ সেপ্টেম্বর তিনি মুম্বই বিমানবন্দরে এসে সময় পোস্ট করবেন। সমালোচকদের কটাক্ষ করে বলিউড কুইন বলেন,’কারোর বাবার ক্ষমতা থাকলে আমাকে সেদিন আটকাক।’

সেই চ্যালেঞ্জ মনে করিয়ে সঞ্জয় রাউতের উদ্দেশ্যে আবার একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন কঙ্গনা। সেখানে শিবসেনা সাংসদকে স্পষ্ট ভাবে অভিনেত্রী বলেন– তিনি কখনোই মুম্বই বা মহারাষ্ট্রকে কোনোরকম অপমান করেন নি। ভারত ও মারাঠী জাতির শৌর্যের কথা মনে করিয়ে দিয়ে কঙ্গনা সঞ্জয় রাউতের উদ্দেশ্যে বলেন,’৯ সেপ্টেম্বর দেখা হচ্ছে। আপনারা আমাকে মেরে ফেলবেন, আমার মুখ ভেঙে দেবেন বলেছেন। ভারতের মাটি বীরেদের রক্তে সিঞ্চিত, প্রয়োজনে আমিও প্রাণ দিতে রাজি আছি।’

Related Articles

Back to top button