টলিউডবিনোদন

‘উইন্ডোজ’ এ উঁকি দিলেই এখন ডবল সেলিব্রেশনের আমেজ

Advertisement

কেয়া সেন : ২০১৯, চলতি বছরে দু মাসের ব্যবধানে বক্সঅফিসে মুক্তি পেয়েছিল ‘কণ্ঠ’ ও ‘গোত্র’। দেশ জুড়ে, মুক্তির প্রথম দিন থেকেই বেশ ভালো ব্যবসা করেছিল দুটি ছবি। “কণ্ঠ” শিখিয়েছে হার না মেনে জীবনে ঘুরে দাঁড়াতে।অন্যদিকে “গোত্র” প্রশ্ন তুলেছিল মানবিকতার কি কোনো গোত্র হয়?এবার এই দুই ছবিই নতুন ইতিহাস গড়ার পথে।

অগাস্ট মাসে মুক্তি পাওয়ার পর দর্শকদের ভালোবাসা পেয়ে “গোত্র” চলেছে ১০০ দিনের পথে, বাকি মাত্র পাঁচ দিন। আর এরই মধ্যে লন্ডনের স্ক্রিনে “গোত্র” দেখার সুযোগ পেলেন প্রবাসী সিনেপ্রেমীরা।

অন্য দিকে এপার বাংলার পাশাপাশি, ওপর বাংলার দর্শকরাও মজেছে “কন্ঠ”-র জাদুতে। এই প্রথমবার কলকাতার কোনো বাংলা ছবি টানা তিন সপ্তাহ হাউজফুল বাংলাদেশের হল গুলিতে। এমনকি “কণ্ঠ” জায়গা করে নিয়েছে অন্য বাংলাদেশি ছবির শো টাইমেও। তাই নিঃসন্দেহে বলাই চলে এই দুই ছবির সাফল্য ডবল সেলিব্রেশন উইন্ডোজ পরিবারের কাছে।

Related Articles

Back to top button