গর্ভবতী অবস্থাতেই বিজ্ঞাপনের শুটিং করছেন করিনা কাপুর খান, দেখুন ছবি

সপ্তাহ খানেক আগেই দ্বিতীয় বারের মত মা হওয়ার কথা জানিয়েছিলেন করিনা। সঈফ ও জানিয়েছিলেন আগামী বছর ফেব্রুয়ারিতেই পৃথিবীতে আসতে চলেছে তৈমুরের ভাই। এরপর থেকেই বেশ কয়েকবার ভাইরাল হয়েছেন করিনা কাপুর।…

Avatar

সপ্তাহ খানেক আগেই দ্বিতীয় বারের মত মা হওয়ার কথা জানিয়েছিলেন করিনা। সঈফ ও জানিয়েছিলেন আগামী বছর ফেব্রুয়ারিতেই পৃথিবীতে আসতে চলেছে তৈমুরের ভাই। এরপর থেকেই বেশ কয়েকবার ভাইরাল হয়েছেন করিনা কাপুর।

দিনকয়েক আগেই বাড়িতে সঈফের একটি শুটিং ক্লিপ্স নিজে ভিডিও করে পোস্ট করেছিলেন অভিনেত্রী নিজেই। এবার গর্ভবতী অবস্থাতেই শুটিং সেটে নেমে পড়লেন বেবো নিজে।

একটি পোস্টে করিনার বেশ কিছু ছবি ভাইরাল হল আজ। ছবির ক্যাপশন থেকেই স্পষ্ট একটি বিজ্ঞাপনের শুটিং করতেই করিনা হাজির হয়েছেন স্টুডিওতে। হাঁটুপর্যন্ত লম্বা দুধে আলতা রঙের একটি গাউন পরে করিনাকে দেখা যাচ্ছে ছবিতে। যদিও শুটিংয়ের জন্য মুখে মাস্ক নেই অভিনেত্রীর, তবে সামাজিক দূরত্বের নীতি মেনেই অভিনেত্রীর কাছাকাছি দেখা যাচ্ছে না অন্য কোনো ব্যক্তিকে।