Electric Car: ইলেকট্রিক গাড়ি কিনুন জলের দামে, রোড ট্যাক্সের ক্ষেত্রে বড় ছাড় দিচ্ছে সরকার
রাজ্যের বহু সংখ্যক মানুষের হাতে ইলেকট্রিক গাড়ি এবং ইলেকট্রিক গাড়ির সরঞ্জাম তুলে দিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্ণাটক সরকার।
বিগত কয়েক বছরে ভারতের বাজারে বৃদ্ধি পেয়েছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। মূলত, জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে ডিজেল কিংবা পেট্রোল ইঞ্জিনের গাড়ি ছেড়ে বর্তমানে ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকেছেন গ্রাহকরা। বর্তমানে কম ব্যয়ে অধিক দুরত্ব অতিক্রম এবং পরিবেশ রক্ষায় অনেকেই ইলেক্ট্রিক গাড়ি কেনার কথা ভাবছেন। তবে ডিজেল কিংবা পেট্রোল ইঞ্জিনের গাড়ির চেয়ে তুলনামূলকভাবে ইলেকট্রিক গাড়ির দাম বেশি হওয়ার জন্য চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করছেন না অনেকেই। এবার সেই সমস্যার সমাধান নিয়ে এলো কর্ণাটক সরকার। ইলেকট্রিক গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর বিশাল ছাড় দিতে চলেছে কর্ণাটক সরকার।
মূলত, রাজ্যের বহু সংখ্যক মানুষের হাতে ইলেকট্রিক গাড়ি এবং ইলেকট্রিক গাড়ির সরঞ্জাম তুলে দিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্ণাটক সরকার। এদিন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ২৫ লাখ টাকার নিচে যে সমস্ত ইলেকট্রিক গাড়ির দাম রয়েছে, সেই সমস্ত ইলেকট্রিক গাড়ির ওপর নির্ধারিত ১৮ শতাংশ ট্যাক্স কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে কর্ণাটক সরকারের তরফ থেকে। মূলত, ইলেকট্রিক গাড়ি ক্রয় করার জন্য গ্রাহকদের প্রণোদনা দেওয়া এবং পরিবেশ রক্ষার জন্য এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কর্ণাটক সরকার।
শুধু সাধারণ গ্রাহকদের জন্য নয়, ইলেকট্রিক গাড়ি নির্মাণ সংস্থা এবং ইলেকট্রিক গাড়ির সরঞ্জাম নির্মাণ সংস্থাগুলির জন্যেও বড় ঘোষণা করেছে কর্ণাটক সরকার। এদিন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র গাড়ি নির্মাণ সংস্থাগুলির জন্য নয়, ইলেকট্রিক গাড়ি সরঞ্জাম নির্মাণকারী কোন সংস্থা যদি নতুনভাবে কারখানা স্থাপন করে কিংবা পুরনো কারখানার সম্প্রসারণ করে, সে ক্ষেত্রে জমি-জমা এবং যন্ত্রপাতি ১৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে সরকার। তাছাড়া, ব্যাটারি উৎপাদন কোম্পানি এবং চার্জার উৎপাদন কোম্পানির ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। পাশাপাশি, বৈদ্যুতিক গাড়ির নির্মাণ কোম্পানি গুলির বিনিয়োগের উপর ২৫ শতাংশ পর্যন্ত মুনাফা দেবে সরকার বলেও জানানো হয়েছে।