কর্ণাটক: নিজ ধর্ম বহির্ভূত বিবাহ বা প্রেমের সম্পর্ককে সাম্প্রতিককালে ‘লাভ জিহাদ’ বলে আখ্যা দেওয়া হয়েছে। এমনকি এই শব্দটাকে সামনে রেখে বা এই প্রসঙ্গকে থিম হিসেবে ভেবে বিখ্যাত গয়না প্রস্তুতকারী সংস্থা তানিস্ক যে দুটি বিজ্ঞাপন বানিয়েছিল, তা সমালোচনার মুখে পড়ে বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আসলে এই লাভ জিহাদ কী? এটা একটা শব্দ। যেই শব্দ দুটি ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বা বলা ভাল হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিবাহের সম্পর্ককে ব্যাখ্যা করে। ভালবাসার কোন জাত হয় না। কিন্তু এ কথা পরিবারের গুরুজনেরা মানলে তো হয়েই যেত। যোগী আদিত্যনাথের রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশে যেভাবে লাভ জিহাদ ইস্যুকে কেন্দ্র করে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে, তাতে তোলপাড় গোটা দেশ। আর এবার এই লাভ জিহাদ নিয়ে দৃষ্টান্তমূলক রায় দিল কর্ণাটক হাইকোর্ট।
কী রায় দেওয়া হয়েছে? জানা গিয়েছে, সম্প্রতি কর্নাটকে একটি হিন্দু মেয়ে মুসলিম পরিবারের একটি ছেলেকে ভালবেসে বিয়ে করতে চায়। ছেলেটি পরিবার এই বিষয়ে রাজি থাকলেও মেয়েটির পরিবারের চরম আপত্তি থাকে। এমনকি মেয়েটিকে বিয়ে থেকে পিছিয়ে আসার জন্য মানসিকভাবে চাপ দেওয়া হয় এবং অত্যাচার করাও হয় বলে অভিযোগ উঠেছে। এক এনজিও মেয়েটিকে উদ্ধার করে কর্ণাটক হাইকোর্টে একটি কেস করে। সেই কেসের রায় হিসেবে কর্ণাটক হাইকোর্টে বলা হয়েছে, যে কেউ যে কোনও ব্যক্তিকে ভালবেসে নিজের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে বিয়ে করতে পারে। এক্ষেত্রে সেটা অপরাধযোগ্য বলে বিবেচিত হবে না। কেউ এই বিয়ে দুজনের সম্মতি ছাড়া আটকাতে পারে না। এমনকি এই বিষয়ে খুব শীঘ্রই নতুন আইন আসবে বলেও কর্ণাটক হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে দেশ জুড়ে যখন লাভ জিহাদ ইস্যু মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন কর্ণাটক হাইকোর্টের রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।