ভিকির সঙ্গে আলিবাগে ছুটি কাটাচ্ছেন ক্যাটরিনা, ফাঁস হয়ে গেল সেই ছবি

কিছুদিন আগেই আলিবাগে ছুটি কাটাতে গিয়েছেন  অভিনেতা ভিকি কৌশল (viki kaushal) এবং তাঁর ভাই অভিনেতা সানি কৌশল (sunny kaushal)। তবে তাঁদের সঙ্গে যে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina kaif) এবং তাঁর…

Avatar

কিছুদিন আগেই আলিবাগে ছুটি কাটাতে গিয়েছেন  অভিনেতা ভিকি কৌশল (viki kaushal) এবং তাঁর ভাই অভিনেতা সানি কৌশল (sunny kaushal)। তবে তাঁদের সঙ্গে যে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina kaif) এবং তাঁর বোন ইসাবেলা (Isabela) রয়েছেন, একথা জানা ছিল না কারও।  পয়লা জানুয়ারি ইসাবেলার সঙ্গে অনেকগুলি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ক্যাটরিনা। আলিবাগের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ছবিগুলি তুলেছেন ইসাবেলা ও ক্যাটরিনা। আলিবাগের যে রিসর্টে তাঁরা আছেন, সেখানকার কিছু ছবি নিজের ইন্সটা স্টোরিতে শেয়ার করেন ইসাবেলা। কিছুক্ষণ পরে ভিকিও ইন্সটাগ্রামে সেই একই ছবি শেয়ার করেন।  তখন নেটিজেনরা জানতে পারেন, আসলে ক্যাটরিনা ও ভিকি একসঙ্গে ছুটি কাটাচ্ছেন।

এছাড়াও ভিকি তাঁর ভাই সানির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। অপরদিকে ক্যাটরিনা একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাঁকে ও ইসাবেলাকে মাথা অবধি হুডি পরে দেখা যাচ্ছে।  তাঁদের ব্যাকগ্রাউন্ডে কাঁচের উপর ধরা পড়েছে ভিকির প্রতিবিম্ব কারণ ছবিটি ভিকি তুলেছেন।  ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়ে ক‍্যাটরিনা লেখেন, সোয়েটার পরার মতো আবহাওয়া।  পরে ক্যাটরিনা সেই ছবিটি ডিলিট করে দিলেও তাঁর ফ্যানপেজ থেকে এই ছবিটি ভাইরাল হয়ে যায়।

ভিকির সঙ্গে আলিবাগে ছুটি কাটাচ্ছেন ক্যাটরিনা, ফাঁস হয়ে গেল সেই ছবি

এর আগে ভিকিকে তাঁর ও ক্যাটরিনার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ভিকি বা ক্যাটরিনা নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু বলতে চাননি।  গত বছর ক্রিসমাস পার্টিতেও একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা।  এর আগে হারলিন শেঠি (Harleen shetty)-র সঙ্গে সম্পর্কে ছিলেন ভিকি।  কিন্তু 2019 সালের এপ্রিল মাসে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।  অপরদিকে ক্যাটরিনা বহুদিন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর সঙ্গে সম্পর্কে ছিলেন।  কিন্তু কাপুর পরিবারের হস্তক্ষেপে ভেঙে যায় তাঁদের সম্পর্ক।