Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টিম ইন্ডিয়ার দুই উজ্জ্বল নক্ষত্রের সাথে ক্রিকেট খেললেন বলিউডের বিগবি, চার ছক্কায় জমজমাট ভিডিও

Updated :  Saturday, December 18, 2021 4:42 AM

হিন্দি টেলিভিশন জগতের সবথেকে জনপ্রিয় রিয়্যালিটি শো হোলো ‘কন বানেগা ক্রোড়পতি’। কেবিসির মঞ্চ বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনকে ছাড়া অসম্পূর্ণ। শুরুর দিন থেকেই ‘কন বানেগা ক্রোড়পতি’র নাম উঠলেই বলিউডের বিগ বি’র নামই মাথায় আসে। সম্প্রতি কেবিসির মঞ্চে শানদার শুক্রবারে উপস্থিত ছিলেন ইন্ডিয়া টিমের দুই কিংবদন্তি প্লেয়ার ইরফান পাঠান ও হরভজন সিং।

সম্প্রতি এই শানদার শুক্রবারের পর্ব ছিল একেবারে জমজমাট। একদিকে বলিউডের বিগ বি আর অন্যদিকে ইন্ডিয়া টিমের দুই কিংবদন্তি খেলোয়াড় ইরফান পাঠান ও হরভজন সিং। হাসি, মজা, আড্ডায়, খেলায় হিট ছিল এদিনের এই এপিসোড। এমনকি এদিন ক্যামেরার সামনে ব্যাট হাতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে, যা দেখি বেজায় খুশি অভিনেতার অসংখ্য, অগণিত অনুরাগীরা। কেবিসির সেটেই হরভজন সিংয়ের বলে চার হাঁকিয়েছেন তিনি। কমেন্ট্রি করতে দেখা গিয়েছে ইরফান পাঠানকে। এই দৃশ্য লাখে একটা হয়। বলাই বাহুল্য, কেবিসির দর্শক সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। আপাতত এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

সম্প্রতি সনির সোশ্যাল মিডিয়ার অফিশিয়াল পেজ থেকে এই অমূল্য দৃশ্য শেয়ার করা হয়েছে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ইরফান পাঠান বিগ বি’কে জানাচ্ছেন, তিনি অমিতাভ বচ্চনকে খেলতে দেখতে চান এবং তার সেই খেলার কমেন্ট্রি করতে চান। তার এই ইচ্ছের কথা শুনে ব্যাট হাতে তুলে নেন বিগ বি। উচ্ছ্বসিত হন সমস্ত দর্শকরা। এরপরে হরভজন সিংয়ের বলে চার ছয় হাঁকান কেবিসির সেটের মধ্যেই। আর সেই মুহূর্তের কমেন্ট্রি করতে থাকেন ইরফান পাঠান। এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হলে তা খুব স্বাভাবিকভাবেই ভাইরাল হতে বাধ্য, আর সেটাই হয়েছে। এমন তিন তারকা’র সমাগমে এদিন শানদার শুক্রবারে কেবিসির মঞ্চ পরিপূর্ণ হয়ে উঠেছিল।