গোটা বিশ্বে মৃতের সংখ্যা প্রায় চার হাজার, ক্রমশ করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২, মঙ্গলবার নতুন করে ১৮ জন আক্রান্ত হন যার মধ্যে কেরালায় ৮ জন, মহারাষ্ট্রের ৫ জন, কর্নাটকের ৪জন ও জম্মু-কাশ্মীরের ১জন রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত কেরালার কোট্টায়াম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ৮৯ বছরের রোগী।
সতর্কতা জারি করতে কেরালা এবং জম্মু-কাশ্মীরের সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরালায় চার জেলায় স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে জম্মু ও কাশ্মীরের ও সাম্বা জেলার সব প্রাথমিক স্কুল।
প্রসঙ্গত , পরিস্থিতি বুঝতে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ছাড়াও ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন বিভিন্ন জেলার স্বাস্থ্য আধিকারিক ও জেলাশাসকদের সঙ্গে। এই প্রথম রাজ্যের হাসপাতালে নমুনা পরীক্ষা শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সংস্থা নাইসেডের ছাড়াও আক্রান্তদের নমুনা পরীক্ষার ছাড়পত্র দেওয়া হল এসএসকেএম কে।
আরও পড়ুন : করোনা আতঙ্কে জারি সরকারি নির্দেশ, কেরালায় বন্ধ সমস্ত সিনেমা হল
অপরদিকে বাজারে মাস্কের দাম বহু গুণ বেড়ে গেলেও মিলছে না মাস্ক। কালোবাজারি বন্ধ করতে তৎপর পুলিশ। এখনো পর্যন্ত ভারতে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সম্প্রতি বিদেশ থেকে ফিরেছে তাই স্বাস্থ্য মন্ত্রক প্রত্যেক নাগরিককে নির্দেশ দিয়েছে সেল্ফ ডিক্লেরেশন ফর্মে যেন সঠিকভাবে তাঁদের ট্র্যাভেল হিস্ট্রি জানান। করোনাভাইরাসের জেরে বিশ্বের সপ্তম আশ্চর্য তাজ মহল এবং দেশের বিভিন্ন পর্যটন স্থল বন্ধ রাখার আবেদন করা হয়েছে।