Today Trending Newsদেশনিউজ

করোনা মোকাবিলায় দেশকে পথ দেখাচ্ছে কেরল, সুস্থ হচ্ছেন করোনা রোগী

Advertisement

করোনা আতঙ্কে প্রথম বিশ্বের দেশগুলোর যখন টালমাটাল অবস্থা, তখন ভারতের প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলে দক্ষিণের রাজ্য কেরলে। এরপর বেশ কিছু দেশে আক্রান্তের তালিকায় প্রথম দুই রাজ্যের মধ্যেই আটকে ছিল বামশাসিত এই রাজ্য। তবে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটেছে সেখানে। সারা দেশে যখন হু-হু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, তখন কোন এক জাদুবলে যেন আটকে গেছে কেরলে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশে প্রথম রোগীর সন্ধান পাওয়ার পরও সেই রাজ্য আজ সংক্রমিত রোগীর তালিকায় শেষের দিকে। এমনকি, সুস্থ হয়ে বাড়ি ফেরার তালিকায় শীর্ষে রয়েছে পিনারাই বিজয়নের কেরল।

ইতিমধ্যে মারণ রোগ কোভিড ১৯-এর আতঙ্ক কাটিয়ে বাড়ি ফিরেছেন ১৯৮ জন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়ে হাসপাতাল থেকে ফিরে এসেছেন তারা। বর্তমানে কেরলে করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭৮। যাকে ছাড়িয়ে গিয়েছে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা। চিকিৎসা বিজ্ঞানের সঠিক প্রয়োগ ও সম্পূর্ণ লকডাউনের সুফল ভোগ করছেন কেরলবাসী এমনটাই অভিমত বিশেষজ্ঞদের।

সরকারের নির্দেশ পালন করার ক্ষেত্রে করলবাসীর নিষ্ঠা ও নিয়মানুবর্তিতা পথ দেখাবে সারা ভারতবর্ষকে। তাই, করোনা মহামারি পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে এনে লকডাউন তুলে নেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে বিজয়ন সরকার। রবিবার, কেরলের অর্থমন্ত্রী থমাস আইজ্যাক ট্যুইট করে জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে করোনা ভাইরাসের সংক্রমণ চক্র ভেঙে দিতে সক্ষম হয়েছে কেরলবাসী। সঠিকভাবে সামাজিক দূরত্ব বজায় রেখেই এটি সম্ভব হয়েছে।

Related Articles

Back to top button