করোনা নিয়ে বাড়ছে আশঙ্কা, দেশে আক্রান্তের সংখ্যা দ্বিগুন মাত্র সাত দিনেই
ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে পেশ করা হয়েছে একটি রিপোর্ট। সেখানে দেখা যাচ্ছে দেশে করোনা আক্রান্ত দ্বিগুণ হয়েছে ৭.৫ দিনে, অথচ কেরালায় এই দিনের সংখ্যা ৭২.২। অর্থাৎ, করোনা মোকাবিলায় এগিয়ে রয়েছে এই রাজ্য।
যদিও গোটা দেশের মধ্যে কেরালাতেই প্রথম ধরা পড়েছিল করোনা সংক্রমণ কিন্তু সেই পরিস্থিতির দ্রুত সামাল দিয়েছে কেরল সরকার। গণহারে পরীক্ষার সাথে সাথে ২৮ দিনের কোয়ারেনটাইনে রাখা হয়েছে সম্ভাব্য আক্রান্তদের। এছাড়া নিপা সংক্রমণের জেরে আগে থেকেই প্রস্তুত ছিলো তারা। লকডাউন, আইসোলেশন ওয়ার্ড সাথে সামাজিক দূরত্ব সব কিছুই জানা ছিলো তাদের। তবে পরিস্থিতির উন্নতি ঘটলেও এখনই লকডাউন আলগা করতে বারণ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
অন্যদিকে ১৯শে এপ্রিল পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, ওড়িশায় ৩৯.৮ দিনে, দিল্লীতে ৮.৫ দিনে, কর্নাটকে ৯.২ দিনে, তেলাঙ্গানায় ৯.৪ দিনে, পাঞ্জাবে ১৩.১ দিনে, তামিলনাড়ুতে ১৪ দিনে বিহারে ১৬.৪ দিনে এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হরিয়ানা, চণ্ডীগড়, অসম, উত্তরাখণ্ড এবং লাদাখে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে ২০ দিনের বেশি সময় লেগেছে।