Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র এক ঘন্টায় জানা যাবে করোনা আছে কি নেই, খরচ মাত্র ১৯৯ টাকা

ফ্রান্স : শরীরে করোনা সংক্রমণ আছে কিনা জানতে আর খরচ করতে হবে না মোটা অঙ্কের টাকা। এবার থেকে কম খরচেই জানা সম্ভব হবে করোনা সংক্রমণের খবর। কারণ ফ্রান্সের “জেনস্টোর” কোম্পানি…

Avatar

ফ্রান্স : শরীরে করোনা সংক্রমণ আছে কিনা জানতে আর খরচ করতে হবে না মোটা অঙ্কের টাকা। এবার থেকে কম খরচেই জানা সম্ভব হবে করোনা সংক্রমণের খবর। কারণ ফ্রান্সের “জেনস্টোর” কোম্পানি বাজারে নিয়ে এসেছে “জেনস্টোর ডিটেকশন এক্সপার্ট”।

এই আরআরটি-পিসিআর কিটের মাধ্যমে অনেক স্বল্প খরচে জানা যাবে করোনা টেস্টের ফলাফল।“জেনস্টোর ডিটেকশন এক্সপার্ট” নামক এই কিট করোনা ফলাফল জানার জন্য ভারতের  আইসিএমআর এবং ফ্রান্সের সিএনআর-এর ছাড়পত্রও পেয়ে গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সূত্রের খবর এই সংস্থাটি ভারতে প্রতি মাসে ২ মিলিয়নের বেশি টেস্ট-কিট যোগান দিতে চলেছে। শোনা যাচ্ছে মাত্র ১ ঘন্টার মধ্যে ১০০ শতাংশ সঠিক ফলাফল দিচ্ছে এই করোনা কিট। ভারতীয় মুদ্রায় এই কিটের দাম মাত্র হলো ১৯৯ টাকা। এইন কিটটি অর্ডার করার জন্য কোম্পানিটির ওয়েবসাইটে গিয়েও সহজে অর্ডার দেওয়া যাবে বলে জানা গিয়েছে।

 

About Author