Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IPL 2024: এবার চ্যাম্পিয়ন হচ্ছে KKR, কারণ জানলে খুশি হবেন সব ফ্যানেরা

Updated :  Monday, May 6, 2024 9:13 PM

ক্রিকেটে ভাগ্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভাগ্য এই মুহূর্তে কেকেআরের সঙ্গেই রয়েছে বলে মনে করা হচ্ছে। আবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। আইপিএল ২০২৪-এর ট্রফি জেতার সম্ভাবনা রয়েছে কেকেআরের। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পরই এই ঘটনা ঘটল। কেকেআর মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটি ২৪ রানে জিতেছিল। যার ভিত্তিতে বলা যেতে পারে যে আইপিএল ২০২৪-এ ইতিহাসের পুনরাবৃত্তি দেখা যেতে পারে। অর্থাৎ আবারও চ্যাম্পিয়ন হতে পারে শাহরুখ খানের দল।

৩ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইকে হারিয়েছিল কেকেআর। ২০১২ সালের পর এই মাঠে কেকেআর এই প্রথম জয় পেয়েছে। আর গতবার যখন জিতেছিল, তখন আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিল। ২০১২ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর চেন্নাইয়ে অনুষ্ঠিত ফাইনালে শিরোপা জিতে নিয়েছিল দল।

KKR

এ ছাড়া আরেকটি বিষয় হলো, এবারও আইপিএলের ফাইনাল হওয়ার কথা চেন্নাইয়ে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ওপরের দিকে রয়েছে শাহরুখ খানের দল। অর্থাৎ প্লে অফে ওঠার শক্ত দাবিদার তারা । এখন দল যদি ফাইনালে উঠতে পারেন তাহলে চেন্নাইয়ে ১২ বছর পর কলকাতা নাইট রাইডার্সকে আরও একবার আইপিএল খেতাব জয় করতে দেখা যেতে পারে।