ভারতীয় দল বর্তমানে শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। চলমানরত ওডিআই সিরিজ ভারত ইতিমধ্যে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে। আজ সিরিজের শেষ ম্যাচে ২২ গজের সবুজ মাঠে লঙ্কান বাহিনীর বিপক্ষে নামবে টিম ইন্ডিয়া। তবে তার আগে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার একটি বিবৃতি দিয়েছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আসলে ধারাবাহিক ব্যর্থতার কারণে বিগত কয়েক মাস যাবত ভারতীয় ক্রিকেটপ্রেমী তথা দল নির্বাচক কমিটির চক্ষুশূল হয়ে উঠেছেন কে এল রাহুল। বিরাটের অনুপস্থিতে যখন ভারতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় রোহিত শর্মার হাতে তখন তার ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয় কে এল রাহুলকে। তবে ধারাবাহিক ব্যর্থতা তাকে দলচ্যুত করে। যেখানে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছিলেন রোহিতের উপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্ব রাহুলের কাঁধে পড়বে, সেখানে পুরোপুরি তার ব্যর্থতা হতাশ করেছে ক্রিকেটপ্রেমীদের।
ফলশ্রুতিতে, ভারতের হয়ে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার হাতে। এমনকি ওডিআই ক্রিকেটেও সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পান্ডিয়া। এমন পরিস্থিতে অ্যান্ডি ফ্লাওয়ার এমন একটি বিবৃতি দিয়েছেন যা রীতিমতো ভাইরাল হয়েছে নেট পাড়ায়। তিনি এদিন বলেন, ‘অবিলম্বে ভারতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়া উচিত কে এল রাহুলের হাতে। আমি তাকে খুব নিকট থেকে উপলব্ধি করেছি। তার মতো ঠান্ডা মস্তিষ্কের ব্যাটসম্যান খুব কম রয়েছে ভারতীয় দলে। সময়ের ব্যবধানে তার ক্ষমতার রয়েছে ভারতীয় দলের সেরা অধিনায়ক হওয়ার।’