আর মাত্র নয় দিনের অপেক্ষা, ইতিমধ্যেই পড়ে গেছে ঢাকে কাঠি। করোনা আবহে তা বোঝা না গেকেও ইতিমধ্যেই সবাই পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি সারতেই ব্যস্ত। আর পুজো বলতেই মানুষের সব থেকে বেশি হিড়িক ওঠে হোটেল বা রেস্টুরেন্ট যাওয়া নিয়ে।
পুজোর পাঁচ দিন প্রায় সবাই একটু মুখে স্বাদ বদল করতে চান। বিরিয়ানি থেকে চাউ, রোল থেকে কাবাব সবাই চাখতে চান। কিন্তু পুজোর মধ্যে খাবারের দোকান গুলো যাতে বাসি খবার না গছাতে পারে এবার সদিকে কড়া নজর দিচ্ছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে ১৯ থেকে ৩০ অক্টোবর কলকাতার বিভিন্ন জায়গায় নজরদারি চালাবে পুরসভার ৯টি দল।
পরিস্থিতি সামাল দিতে সব নিয়ম কানুন মেনেই আয়োজন করা হচ্ছে এবছরের পুজোর। বিভিন্ন মার্কেট প্লেসে সচেতনতামূলক প্রচার চালানো হবে। দূরত্ব বিধি মেনে চলার আবেদনের পাশাপাশি বিলি করা হবে মাস্ক।
কলকাতা পুরসভা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স সদস্য অতীন ঘোষ বলেন, এবছর করোনা থাকার জন্য প্রতি বারের মতোন এতো ভিড় হবে না অল্প অল্প লোক আসবেন কিন্তু কুকড ফুড বা হাফ কুকড ফুড, কেউ মজুত করে পরের দিন চালানোর চেষ্টা করলেই কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।