টেক বার্তা

Mahendra Thar 5 Door: ভারতে লঞ্চ হল ৫ দরজার Mahindra Thar, জানুন ফিচার্স ও গাড়ির দাম

দীর্ঘ প্রতীক্ষার পর লঞ্চ হয়েছে এসইউভি ফাইভ ডোর মাহিন্দ্রা থার। লঞ্চ হয়েছে Mahindra Thar Roxx নামের এই SUV।

Advertisement

Advertisement

অটোমোবাইল সেক্টর থেকে বড় আপডেট প্রকাশ্যে এসেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ প্রতীক্ষার পর লঞ্চ হয়েছে এসইউভি ফাইভ ডোর মাহিন্দ্রা থার। লঞ্চ হয়েছে Mahindra Thar Roxx নামের এই SUV। সংস্থাটি ইতিমধ্যে এ ব্যাপারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করেছে।

Advertisement

৩ অক্টোবর থেকে বুকিং শুরু

Thar Roxx-এর বুকিং শুরু হবে আগামী ৩ অক্টোবর থেকে। ১৪ সেপ্টেম্বর থেকে ক্রেতারা শো-রুমে গিয়ে টেস্ট ড্রাইভ করতে পারবেন। নতুন থারের ম্যানুয়াল পেট্রোল বেস মডেলের দাম ১২.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ম্যানুয়াল ডিজেলের বেস মডেলের দাম শুরু হচ্ছে ১৩.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। দাম ঘোষণার সময় অভিনেতা জন আব্রাহামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। Mx3 ভেরিয়েন্টের দামও প্রকাশ করা হয়েছে। ম্যানুয়াল গাড়িটির দাম ১৪.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম), অটোমেটিক মডেলটি পাওয়া যাবে ১৫.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। Mx5 ভেরিয়েন্টের দাম ১৬.৯৯ লক্ষ টাকা। AX5L ভেরিয়েন্টের দাম ১৮.৯৯ লক্ষ টাকা। AX7L ডিজেল ম্যানুয়ালের দাম ১৮.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Advertisement

বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৬৪৪ লিটার বুট স্পেস

ফাইভ ডোর থারটিতে থ্রি ডোর থারের চেয়ে বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। থার রক্সএক্স ৬৪৪ লিটার বুট স্পেস পেতে চলেছেন গ্রাহকরা। এ ছাড়া Thar Roxx-এ রয়েছে এডিএএস লেভেল ২ সেফটি ফিচার। এছাড়া রয়েছে ৯টি হাই পারফরম্যান্স স্পিকার, যা মিউজিকের দারুণ অভিজ্ঞতা দেবে। এতে রয়েছে কমপ্লিট ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল কনসোল। এ ছাড়া ভেন্টিলেটেড সিট, হারমান কার্ডন অডিও সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ফিচার, ৩৬০ ক্যামেরা ভিউ এবং ব্লাইন্ড স্পট ভিউ থাকবে। নতুন থার-এ রয়েছে সানরুফ, সফট টাচ আপ এবং ADAS Level 2 সেফটি ফিচার। অ্যাড্রেনক্স কানেক্ট অ্যাপ্লিকেশন থেকে ৮০ টিরও বেশি ফিচার অ্যাক্সেস করতে পারবেন।

Advertisement

সাদা রঙের অপশনও চালু করা হয়েছে

কোম্পানি এই গাড়িটিকে ২টি নতুন রঙে নিয়ে বাজারে এসেছে। কোম্পানি কালো রঙে এই গাড়ি অফার করছিল, এখন এর সাদা রঙের অপশনও চালু করা হয়েছে। এবার সাদা ও কালো এই দুটি রঙে পাওয়া যাবে এই গাড়ি। উল্লেখযোগ্যভাবে গাড়িটি একটি প্যানোরামিক সানরুফ পাচ্ছে। গাড়িতে প্যানোরামিক সানরুফ পাওয়া গেলে সেটা হবে থার-এর অন্যতম বড় ফিচার। এর আগে কোনও গাড়িতেই প্যানোরামিক সানরুফ ছিল না।

ফাইভ ডোর থারে নতুন ডিজিটাল ডিসপ্লে

এবার ফাইভ ডোর থারে নতুন ডিজিটাল ডিসপ্লে দিচ্ছে সংস্থা। গাড়িতে রয়েছে টেক স্যাভি ইনফোটেইনমেন্ট সিস্টেম। এটি নেভিগেশন সহ অনেক ফিচার সরবরাহ করে। এ ছাড়া গাড়িতে থাকবে সফট লেদার ড্যাশবোর্ড, যা কেবিনকে একটি বিলাসবহুল অনুভূতি দেয়। সংস্থার তরফে জানানো হয়েছে, এই গাড়িতে হরমন কার্ডন মিউজিক সিস্টেম রয়েছে। হারমানের অডিও সাউন্ড সিস্টেমটি তার গুণমান ও ক্লিয়ার সাউন্ডের জন্য পরিচিত। গাড়ির সামনের অংশে ভেন্টিলেটেড সিট রয়েছে। এই বৈশিষ্ট্যটি কেবলমাত্র নির্বাচিত গাড়িগুলিতে উপলব্ধ।

Recent Posts