গর্ভধারণের পর কোন সময় সন্তান জন্ম নিলে ঝুঁকি কম থাকে জেনে নিন
ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : সাধারণত আমরা জানি যে একজন মা তার সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে। তবে বর্তমান যুগে নির্ধারিত সময়ের আগেই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানকে ভূমিষ্ঠ করা হয়।
মনে করা হয় যে অস্ত্রোপচারের মাধ্যমে যে সন্তান জন্ম গ্রহণ করে এবং স্বাভাবিক পদ্ধতিতে যে সন্তান জন্ম গ্রহণ করে তাদের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না অর্থাৎ দুটি পদ্ধতিই নিরাপদ।
তবে মার্কিন বিজ্ঞানীরা কিছু বছর ধরে দুই পদ্ধতিতে জন্মগ্রহণ করা শিশুদেরকে নিয়ে গবেষণা চালিয়েছেন। কিন্তু তারা একটি ভিন্নমত প্রদান করেছেন।
দেখা গেছে যে যেসব সন্তানরা মায়ের গর্ভে ৩৯ থেকে ৪১ সপ্তাহ ছিল তারা সম্পূর্ণ সুস্থ ভাবে জন্ম গ্রহন করে। ভবিষ্যতেও তাদের মধ্যে অসুস্থতা খুব কমই লক্ষ্য করা যায়।
কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই যাদেরকে ভূমিষ্ঠ করানো হয় –
# তাদের ৯৯% রক্তে শর্করার অভাবে ভোগে।
# ৯৩% শিশুদের শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে হয় এবং তাদের নিয়মিত চিকিৎসার প্রয়োজন হয়।
# ৬৮% শিশুদেরকে স্যালাইন এর সাহায্যে বাঁচিয়ে রাখা হয়।
# ৬২% শিশুদেরকে শিরায় অ্যান্টিবায়োটিক দিতে হয়। তাছাড়া তাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়ে ওঠেনা।
এছাড়া
# ৬৮% শতাংশের বেশি শিশু রোগীকে আইসিইউ ঘরে রাখতে হয়।
স্বাভাবিক পদ্ধতিতে জন্মানো শিশুদের তুলনায় এদের বেঁচে থাকার মেয়াদ খুবই কম হয়। এদেরকে ঠিক রাখার জন্য বেশিরভাগ সময় কৃত্রিম পদ্ধতির ব্যবহার করতে হয়।যেমন যখন শ্বাসকষ্ট হয় তখন কৃত্রিম শ্বাস ব্যবস্থার সাহায্য নিতে হয়।
সুতরাং সন্তান প্রসবের ক্ষেত্রে আমাদের আরো সতর্ক হওয়া দরকার। বিজ্ঞানীরা এই কথায় জানিয়েছেন।