জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

কাঁঠালের বীজের পুষ্টিগুণ জেনে নিন, আপনিও অবাক হবেন!

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : গ্রীষ্মকালীন সুস্বাদু ও জনপ্রিয় একটি ফল হলো কাঁঠাল। কাঁঠালে রয়েছে অনেক পুষ্টিকর উপাদান। তবে কাঁঠালের পাশাপাশি কাঁঠালের বীজেও রয়েছে অনেক স্বাস্থ্য উপকারী উপাদান। কাঁঠালকে ফল হিসেবে গ্রহণ করলেও, কাঁঠালের বীজকেও খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। ভেজে, সেদ্ধ করে অথবা তরকারিতে কাঁঠালের বীজ খাওয়া হয়। কাঁঠালের বীজে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট, আঁশ, ভিটামিন বি, পটাশিয়াম, ক্যালসিয়াস, জিংক, ম্যাঙ্গানিজ, আয়রন ও কপার যা চোখ, ত্বক ও চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে উপকারী। এছাড়াও কাঁঠালের বীজ বিভিন্নভাবে স্বাস্থ্যপোকারী। আসুন জেনে নিই কাঁঠালের বীজ আমাদের শরীরে কি কি উপকার করে থাকে।

প্রথমতঃ কাঁঠালের বীজে থাকা ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী। এটি হাড় ক্ষয়ের ঝুঁকি কমাতে সাহায্য করে।

দ্বিতীয়তঃ কাঁঠালের বীজে থাকা লিগন্যানস, স্যাপোনিনস, আইসোফ্ল্যাবোনস ও ফাইট্রোনিউট্রিয়েন্টস ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

তৃতীয়তঃ কাঁঠালের বীজে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে বিশেষ উপকারী।

চতুর্থতঃ কাঁঠালের বীজে থাকা প্রোটিন বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে ও কাঁঠালের বীজে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ব্যাকটেরিয়ার কারণে খাবার থেকে সৃষ্টি হওয়া অসুখ প্রতিরোধে সাহায্য করে।

Related Articles

Back to top button