Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোর আগে SBI এর ATM থেকে টাকা তোলার আগে এই নিয়মগুলো জেনে রাখুন!

পূজার মরশুমে বিভিন্ন প্রয়োজনে ঘন ঘন টাকা তুলতে হচ্ছে এটিএম থেকে। কিন্তু নতুন নিয়মে মাসে ৮ বারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত মাশুল। চিন্তা নেই, এসবিআই নিয়ে এল নতুন…

Avatar

পূজার মরশুমে বিভিন্ন প্রয়োজনে ঘন ঘন টাকা তুলতে হচ্ছে এটিএম থেকে। কিন্তু নতুন নিয়মে মাসে ৮ বারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত মাশুল। চিন্তা নেই, এসবিআই নিয়ে এল নতুন নিয়ম। এই নিয়মে এসবিআই গ্রাহকেরা নিজেদের ব্যাংকের এটিএম থেকে যতবার খুশি টাকা তুললেও দিতে হবে না অতিরিক্ত মাশুল। শুধু মনে রাখতে হবে নিচে উল্লেখিত কয়েকটি বিষয়।

১) যে সমস্ত এসবিআই গ্রাহকের অ্যাকাউন্টে মাসে ২৫০০০ টাকা ব্যালেন্স থাকে, তাঁরা মাসে ৫ বার কোনও অতিরিক্ত মাশুল ছাড়া নিজস্ব ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন। অন্যান্য ব্যাংকের এটিএম থেকে সর্বোচ্চ ৩ বার অতিরিক্ত মাশুল ছাড়াই টাকা তুলতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) মাসিক ব্যালেন্স ২৫০০০-৫০০০০ টাকার মধ্যে হলে এসবিআই অ্যাকাউন্ট থেকে যত বার খুশি অতিরিক্ত মাশুল ছাড়াই তোলা যাবে টাকা। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে যার উর্দ্ধসীমা ৮ বার।

৩) মাসিক ব্যালেন্স ১ লক্ষ টাকা বা তার বেশি থাকলে যে কোনও ব্যাংকের যে কোনও এটিএম থেকেই যত বার খুশি টাকা তোলা যাবে বাড়তি মাশুল ছাড়াই।

৪) গ্রাহকের স্যালারি অ্যাকাউন্ট এসবিআই-এ হলে যতবার খুশি টাকা তোলা যাবে বিনামূল্যে।

এই নিয়মগুলো মেনে চললে অতিরিক্ত মাশুল ছাড়াই টাকা তোলা যাবে, নাহলে আগের নিয়ম অনুযায়ী টাকা তোলার ক্ষেত্রে অতিরিক্ত মাশুল দিতে হবে।

About Author