ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার পরিকল্পনা? তার আগে এই বিশেষ বিষয়গুলি ভুলেও মিস করবেন না

Advertisement

অক্ষয় তৃতীয়ায় (Akshay Tritiya) সোনা (Gold) কেনার চল ভারতীয়দের মধ্যে রয়েছে বহুকাল ধরে। অনেকেই চেষ্টা করেন এই শুভ দিনে একটু হলেও সোনা কিনতে। অক্ষয় তৃতীয়া দিনটিকে শুভ দিন হিসেবে মানা হয় হিন্দু ধর্মে। এই শুভ দিনে অনেকেই নতুন বিনিয়োগ শুরু করেন। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনাকেও এক রকম বিনিয়োগ হিসেবেই দেখেন অনেকে। কিন্তু অক্ষয় তৃতীয়ায় সোনালি ধাতু কেনার আগে মাথায় রাখা উচিত কিছু বিষয়। কী কী বিষয় মাথায় রেখে সোনা কেনা উচিত, জেনে নিন এই প্রতিবেদনে।

আগামী ১০ এপ্রিল দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া। এদিন অনেকেই সোনা রূপো কিনে থাকেন। তবে অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনার আগে দেখে নিতে হবে ওই দিন সোনার দাম কত রয়েছে। যে দিন সোনা কিনতে যাওয়া হচ্ছে, সেদিনের সোনার দাম জেনে রাখলে গয়না কেনার সময়ে সুবিধা হবে। দাম আন্দাজ করতে সুবিধা হবে। সোনার গয়না কেনার সময়ে ৬ অঙ্কের হলমার্ক রয়েছে কিনা তা অবশ্যই চেক করে নিতে হবে। এর সাহায্যে সোনার শুদ্ধতা যাচাই করে নেওয়া সম্ভব।

সোনার গয়না কেনার সময় মেকিং চার্জের দিকে নজর রাখাটাও জরুরি। সোনার গয়না কেনার ক্ষেত্রে মেকিং চার্জ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই মেকিং চার্জ কোথায় কত নেওয়া হচ্ছে সেদিকে খোঁজ খবর রেখে তার পরেই সোনার গয়না কেনা বুদ্ধিমানের মতো কাজ হবে।

অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেক সোনার দোকানেই মেকিং চার্জের উপরে বিশেষ কিছু ছাড় দেওয়া হয়ে থাকে। এই ছাড়ের ফলে গয়নার দামও অনেকটা সস্তা হয়ে যায়। তাই এই সময় মেকিং চার্জে কোথাও ছাড় দেওয়া হচ্ছে কিনা সেদিকে খোঁজ নিতে হবে। এর ফলে অক্ষয় তৃতীয়ায় গয়না কিনলেও একটু সস্তা হবে। এই কয়েকটি বিষয়ের দিকে নজর রাখলে অক্ষয় তৃতীয়ায় সোনার গয়না কেনায় সুবিধা হবে। তাই এই বিষয়গুলি মাথায় রাখা উচিত।

Related Articles

Back to top button