বলিউডবিনোদন

৪টি ছবিতে একসঙ্গে কাজ করেও একে অপরের সঙ্গে বিন্দুমাত্র কথা বলেননি শ্রীদেবী-জয়া প্রদা, জানুন কেন

Advertisement

৭০-৮০’র দশকে শ্রীদেবী বলিউডের নামজাদা প্রথম সারির অভিনেত্রী ছিলেন। সেইসময়ে শ্রীদেবীর পাশাপাশি জয়াপ্রদাও ইন্ডাস্ট্রির বেশ চর্চিত অভিনেত্রী ছিলেন। একসাথে বড়পর্দায় আটটি ছবিতে কাজ করেছেন তারা। তবে জানলে অবাক হবেন, আটটি ছবিতে একসাথে কাজ করার পরেও একে অপরের সাথে কথা বলতেন না এই দুই অভিনেত্রী। পরবর্তীকালে শ্রীদেবীর প্রায়েণের পর জয়াপ্রদা কথা না বলার জন্য আফসোস করেছিলেন মিডিয়ার সামনেই।

একসাথে আটটি ছবিতে অভিনয় করলেও তাদের মধ্যে কোন রকম কোন কথাবাত্রা ছিলনা। শুটিং সেটে শট দেওয়ার সময় একে অপরের মুখোমুখি হলেও অফ ক্যামেরা এই দুই অভিনেত্রী দুই প্রান্তে বসে থাকতেন। শ্রীদেবী ও জয়াপ্রদা একসাথে ‘অলাদ’, ‘তোফা’, ‘ম্যা তেরা’, ‘দুশমান’, ‘মাকসাদ’এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। প্রায় সবকটি সিনেমাই বক্সঅফিসে হিট হয়েছিল। অভিনেত্রী হিসেবে প্রতিযোগিতার নেশায় কখনোই কথা বলেননি একে অপরের সাথে।

শুটিং সেটে তাদের মধ্যে এই নীরবতা কাটাতে রাজেশ খান্না ও জিতেন্দ্র একবার নিজেদের মধ্যে পরামর্শ করেছিলেন। পরে দুজনকে একটি মেকাপ ভ্যানে একসাথে বন্ধ করে দিয়েছিলেন তারা। ৩ ঘন্টা পর খোলা হয়েছিল সেই মেকাপ ভ্যানের দরজা। ভ্যানের দরজা খুলে অবাক ছিলেন সকলেই। দেখা গিয়েছিল, দুই অভিনেত্রী মেকাপ ভ্যানের দুই প্রান্তে বসে রয়েছেন।

তবে শোনা যায়, তাদের মধ্যে কখনোই সেভাবে কোনো বিবাদ হয়নি। বলাই বাহুল্য, শুধুমাত্র প্রতিযোগিতার নেশায় ও ইগোর খাতিরে কথা বলতেন না একে অপরের সাথে। তবে শ্রীদেবীর প্রয়াণের পর তার জন্য মিডিয়ার সামনে আফসোস করেছিলেন জয়াপ্রদা নিজে। সময় থাকতেই এই নীরবতা ভেঙে ফেলা উচিৎ ছিল তাদের, একথা স্বীকার করেছিলেন জয়াপ্রদা।

Related Articles

Back to top button