কলকাতা : কোল আলো করে কোয়েল মল্লিকের ঘরে এল এক ফুটফুটে পুত্রসন্তান। আজ ভোর ৫টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তান ভূমিষ্ঠ করেন কোয়েল। নতুন অতিথির আগমনে আনন্দে উচ্ছসিত দুই পরিবার। নবাগতর দাদু রঞ্জিত মল্লিক খুশিমনে সংবাদমাধ্যমকে জানান, “লকডাউনে এর থেকে খুশির খবর আর কিছুই হতে পারে না। মা ও ছেলে উভয়েই সুস্থ রয়েছেন।”
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই নিজের বিবাহবার্ষিকীর দিন সোশ্যাল মিডিয়ার পোস্ট দিয়ে সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন কোয়েল, সঙ্গে এও জানান গরমের মরশুমেই নতুন অতিথির আগমন ঘটবে। ঠিক তেমনটাই ঘটল। উল্লেখ্য সাত বছর আগে ২০১৩ সালে টলিউডের বিখ্যাত প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল। এটিই দম্পতির প্রথম সন্তান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএরপর মাঝে ইন্ডাস্ট্রি থেকে খানিক বিরতি নিয়ে অভিনেত্রী ফিরে আসেন একগুচ্ছ হিট সিনেমা নিয়ে। উপরন্তু সুখবর দিয়ে ভক্তদের মন ভালো করে দেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোয়েলের সন্তানের ওজন হয়েছে ৩.১কেজি। নতুন অতিথিকে একঝলক দেখার অপেক্ষায় আকুল তার ভক্তরা। কবে সন্তানের ছবি পোস্ট করবেন কোয়েল সেটাই এখন দেখার অপেক্ষা।