সুরজিৎ দাসঃ সদ্য সমাপ্ত ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে মঙ্গলবার র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে কোহলিকে পেছনে ফেলে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন স্মিথ। মঙ্গলবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্ট ক্রিকেটের আপডেট র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেখানে ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন বিরাট কোহলি। ভারত ওয়েস্ট ইন্ডিজ শেষ টেস্টের ইনিংসে কোহলি শূন্য রানে আউট হলেও এই ম্যাচটি ঠিকই জিতে যায় কোহলির ভারত।
সেই সাথে মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে ভারতের হয়ে সর্বোচ্চ টেস্টজয়ী অধিনায়কের খেতাবটিও নিজের করে নেন তিনি। অপরদিকে মাথায় চোটের কারণে অ্যাশেজের হেডিংলি টেস্টে খেলতে পারেননি স্মিথ। তবে কোহলির থেকে এখন ১ রেটিং পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ২০১৫ সালে টেস্ট ব্যাটিংয়ের শীর্ষ স্থানটি দখল করে ২০১৮ সাল পর্যন্ত ধরে রাখেন স্মিথ। কিন্তু গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়েই আবার শীর্ষ স্থান পুনরুদ্ধার করলেন তিনি।