শ্রেয়া চ্যাটার্জি : বেলুরমঠ নামটা শুনলেই আমাদের মন প্রাণ যেন শান্তিতে ভরে ওঠে। গঙ্গার পাশে এমন মনমুগ্ধকর স্থান বোধহয় খুব কম আছে। রামকৃষ্ণের জন্ম অনুষ্ঠান থেকে শুরু করে দুর্গাপূজা এমনকি শিবরাত্রি ও পালিত হয় এই বেলুড়মঠে। বেলুড় মঠের প্রার্থনা গৃহে চারপাশে বসে রয়েছেন বেলুড় মঠের সন্ন্যাসী বৃন্দ গন। তিনজন মানুষ একদম শিবের মতো সেজে গানের তালে তালে নাচছেন। অনবদ্য এক দৃশ্য।
শিবরাত্রি হল বাঙ্গালীদের একটি অন্যতম পালিত ব্রত। যা নারী-পুরুষ উভয়ই পালন করতে পারে। শিব আমাদের অনেক আদি দেবতা। ইতিহাস ঘাটলে আমরা শিবের নাম পেয়ে থাকি। ভারতবর্ষের আদি সভ্যতা সিন্ধু সভ্যতা থেকে একটি মূর্তি পাওয়া গিয়েছিল ঐতিহাসিকরা ‘পশুপতি শিব’ বলেছিলেন। তবে এই মূর্তিটির আশে পাশে অনেক বন্যজন্তু থাকায়, এই মূর্তি টিকে অনেক ঐতিহাসিকই শিব বলতে ঠিক রাজি হননি কারণ হলো শিব আমাদের ঘরের দেবতা। তাই কোন ঘরোয়া দেবতার চারপাশে বন্যজন্তু থাকতে পারে না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : নতুন গ্যাস কানেকশনের সাথে ৫০ লক্ষ টাকার জীবন বিমা
তবে ঐতিহাসিকদের মতানৈক্য যদি না ধরে নেওয়া যায় তাহলেও কিন্তু শিব আদি দেবতা, কারণ আমরা সিন্ধু সভ্যতার খনন করে প্রচুর লিঙ্গ পেয়েছি, আর আমরা তো এখন শিবলিঙ্গের পুজো করি। লিঙ্গ পূজা অনেক আদি থেকে আমাদের দেশে হয়ে আসছে। একথা প্রমাণ সাপেক্ষ। আর শিবরাত্রি দিনে বেলুড় মঠের এরকম শিবরাত্রি উৎসব পালনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মতই ভিডিও।