কলকাতানিউজ

বাবুলের বিরুদ্ধে পুলিশের চার্জশিট খারিজ করল হাইকোর্ট, স্বস্তি পেলেন বিজেপি সাংসদ

Advertisement

কলকাতা: স্বস্তি পেলেন সংগীতশিল্পী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তাঁর বিরুদ্ধে পুলিশের চার্জশিট খারিজ করল কলকাতা হাইকোর্ট। এর ফলে কিছুটা স্বস্তি পেল রাজ্য বিজেপি নেতৃত্ব। যদিও কলকাতা হাইকোর্টের এমন রায়ের পর এখনও পর্যন্ত এই বিষয়ে বাবুল সুপ্রিয় কোনও প্রতিক্রিয়া দেননি, তবুও পুলিশের চার্জশিট খারিজ হয়ে যাওয়ার ফলে তিনি কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

মহুয়া মৈত্রর সম্মানহানি করার অভিযোগে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। তার পরিপ্রেক্ষিতেই পুলিশের তরফ থেকে বিজেপি সাংসদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এমনকি মহুয়া মৈত্র নিজে সশরীরে আদালতে উপস্থিত থেকে বাবুলের বিরুদ্ধে তাঁকে সম্মানহানি করার অভিযোগ আনেন। এমতাবস্থায় পুলিশের তরফ থেকে বিজেপি সাংসদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। যাতে বেশ খানিকটা চাপে পড়ে যান বাবুল।

তবে চাপের কাছে নতি স্বীকার না করে পুলিশের চার্জশিটের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে বাবুল পাল্টা মামলা দায়ের করেন। সেই মামলাতেই আজ, বুধবার কলকাতা হাইকোর্টে পুলিশের তরফ থেকে পেশ করা চার্জশিটকে খারিজ করে দিল বিচারপতি বিবেক চৌধুরীর ডিভিশন বেঞ্চ। এর ফলে স্বস্তি পেলেন বাবুল সুপ্রিয়।

Related Articles

Back to top button