কলকাতা: করোনা অতিমারির জেরে পিছিয়ে গেলে কলকাতা বই মেলা। পরিবর্তিত তারিখ জানিয়ে দেওয়া হবে। রবিবার এমনটাই জানালেন পাবলিসার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। এদিন তিনি জানান, আর মাত্র ১ মাস পরে ৪৫ তম আন্তর্জাতি বইমেলা আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড ১৯ এর জন্য পৃথিবীর বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় লক ডাউন শুরু হয়েছে। ইউরোপের বেশকিছু দেশ ইতিমধ্যেই কড়া লক ডাউন ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে ব্রিটেন, স্পেন, ফ্রান্সের মতো দেশ। এমনকি কোভিডের কারণে লন্ডন বই মেলা, আমেরিকা বই মেলা, প্যারিস বই মেলাও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যেহেতু আন্তর্জাতিক বিমান চলছে না, আন্তর্জাতিক প্রকাশক ও পুস্তক বিক্রেতারা অংশ নিতে পারবেন না, আন্তর্জাতিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করতে পারবেন না, সেহেতু আপাতত কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে বেই মেলা। তবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২১ আয়োজিত হবে বলেও এদিন আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে মানুষকে সহযোগিতারও আবেদন জানান ত্রিদিববাবু।
প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হওয়ার কথা ছিল ৪৫তম আন্তর্জাতিক বই মেলার। এবারের মেলার থিম কান্ট্রি বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে এবারের মেলা তাঁর নামে উৎসর্গ করার সিদ্ধান্ত হয়েছে। তবে এই করোনা পরিস্থিতিতে আপাতত মেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তই নিল পাবলিসার্স এন্ড বুক সেলার্স গিল্ড।
গিল্ডের তরফে আপাতত মেলা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হলেও পরবর্তী দিনক্ষণ জানানো হয়নি। মেলার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে বলেই জানান ত্রিদিববাবু। এদিকে মেলা পিছিয়ে যাওয়ায় স্বভাবতই মন খারাপ বই প্রেমীদের।