Today Trending Newsকলকাতানিউজ

বইপ্রেমীদের জন্য সুখবর! বাতিল করা হবে না কলকাতা আন্তর্জাতিক বইমেলা

Advertisement

কলকাতা: বাতিল হচ্ছে না কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Bookfair)। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এই বছরের মাঝামাঝি জুলাই (July) মাসে বইমেলার আয়োজন করতে চলেছে। বইপ্রেমীদের কাছে এটা নিতান্তই একটি দারুণ সুসংবাদ (Good News)। আজ, বৃহস্পতিবার (Thursday) গিল্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে।

এই বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা হওয়ার কথা ছিল ২৭ শে জানুয়ারী থেকে ৭ ই ফেব্রুয়ারী পর্যন্ত। প্রত্যেক বছর জানুয়ারির শেষ বুধবার থেকে শুরু করে টানা ১০ দিন ধরে চলে বইমেলা। এবছর ও তেমনটাই সময়সূচী ঠিক করা ছিল। তবে করোনা অতিমারী পরিস্থিতির জন্য তা বাতিল করেছিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। তারা জানিয়েছিল আপাতত বাতিল করলেও পরবর্তীকালে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তখনই আবার বইমেলার আয়োজন করা হবে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তারা আবার বইমেলা করার কথা ঘোষণা করে। আজ তারা বিজ্ঞপ্তি দিয়ে জানায় ‘  “পৃথিবীব্যাপী অতিমারীর কারণে আমরা ৪৫তম আন্তর্জাতিক বইমেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আশা করা যায় দ্রুত আমরা এই অতিমারীর সংকট কাটিয়ে উঠতে পারব। ” ২০২১এ কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। মুজিবের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশকে নির্বাচন করা হয়েছে। এবছরের বইমেলা মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নামে উৎসর্গ করা হচ্ছে। সেই সঙ্গে নেতাজির জন্মের ১২৫ তম বর্ষ এবং সত্যজিত রায়ের জন্মশত বর্ষও পালিত হবে বইমেলায়।

এখন প্রশ্ন উঠতে পারে যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে বেশ কিছুদিন হয়ে গেছে। তাহলে কিছুদিনের মধ্যেই বইমেলার আয়োজন না করে সেই জুলাই মাসে কেন পেছনো হল বইমেলা। এর উত্তরে জানানো হয় যে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও সামনেই মাধ্যমিক রাজ্যের নির্বাচন, আইসিএসসি, সিবিএসই, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক , সব কিছুর কথা মাথায় রেখেই জুলাইতে বইমেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তবে বই বিক্রেতারা এই সিদ্ধান্তে অনেকেই নারাজ কারণ ওই সময় বর্ষাকাল চলে এবং বর্ষাকালের মধ্যে বইমেলা করা নিয়ে সকলেই বিশেষ চিন্তিত।

Related Articles

Back to top button