KKR vs MI: মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের একাদশে বড় বদল, বাদ পরতে চলেছে এই তারকা পেসার

আজকের আইপিএল ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আজকের ম্যাচে দুই দলই দুই পয়েন্ট সংগ্রহের দিকে তাকিয়ে থাকবে। কলকাতা নাইট রাইডার্সের প্রথম…

আজকের আইপিএল ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আজকের ম্যাচে দুই দলই দুই পয়েন্ট সংগ্রহের দিকে তাকিয়ে থাকবে। কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে হতে পারে বদল।

১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে কলকাতার দল। এমন পরিস্থিতিতে আরও দুই পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান মজবুত করতে চাইবে কেকেআর। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স তাদের হোম কন্ডিশনের সুবিধা নিতে চাইবে। মুম্বইয়ের দল পয়েন্ট টেবিলে নয় নম্বরে থাকলেও প্লে অফের অংকে এখনও টিকে আছে দল। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে দরকার পয়েন্ট। কলকাতা নাইট রাইডার্সকে হারানো ছাড়া হার্দিক পান্ডিয়াদের কাছে দ্বিতীয় কোনও পথ খোলা নেই।

দুই দলের হেড টু হেড রেকর্ড অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বরাবর রোমাঞ্চকর ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু মুম্বইয়ের মাটিতে এখনও পর্যন্ত বিশেষ কিছু করতে পারেনি কেকেআর। এই ভেন্যুতে নাইট রাইডার্সের একমাত্র জয়টি ছিল ২০১২ সালে। তবে এবার সুনীল নারিন, ফিল সল্টের ফর্ম মুম্বইয়ের থেকে কলকাতাকে এগিয়ে রাখবে। এই মাঠের ফ্ল্যাট উইকেট, ছোট বাউন্ডারি সুনীল, সল্টদের ব্যাটিংয়ের সঙ্গে অনেকটাই মানানসই হতে পারে।

kolkata knight riders first xi against Mumbai

পরিবতন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগে। কেকেআরের মিডিয়াম পেসার হর্ষিত রানা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে নিয়ম ভাঙার জন্য শাস্তি পেয়েছেন তিনি। তাঁর জায়গায় বৈভব অরোরাকে প্রথম একাদশে আজকের ম্যাচে দেখা যেতে পারে। এছাড়া মিচেল স্টার্ককেও দেখা যেতে পারে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে।