কাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হয়ে উঠবে রাজ্যের ৬৮ তম করোনা হাসপাতাল

রাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। সেদিকে তাকিয়েই এবার কলকাতা মেডিক্যাল কলেজকে পুরোপুরি করোনা হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে জানিয়েছেন একথা।…

Avatar

রাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। সেদিকে তাকিয়েই এবার কলকাতা মেডিক্যাল কলেজকে পুরোপুরি করোনা হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে জানিয়েছেন একথা। এটি হবে রাজ্যের ৬৮ তম করোনা হাসপাতাল। আগামীকাল থেকেই চালু হয়ে যাবে নতুন এই করোনা হাসপাতাল। আপাতত ৫০০ টি বেড নিয়ে শুরু হবে চিকিৎসার কাজ।

রাজ্যে করোনা সংক্রমণের গতি বেড়েছে অনেক বেশি। তাই আরও বেশি করে মানুষের চিকিৎসা করার জন্য দরকার হাসপাতাল। সেখানেই নতুন সংযোজন কলকাতা মেডিক্যাল কলেজ। প্রসঙ্গত, গত ২৩ মার্চ রাজ্য স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছিল, কলকাতা মেডিক্যাল কলেজকে করোনা হাসপাতালে রূপান্তরিত করা হবে। কিন্তু রোগী ভর্তি থাকায় তখনই সম্ভব হয়নি। এরপর রোগী ভর্তি নেওয়া বন্ধ করা হয়। ফলে হাসপাতালের সুপার স্পেশ্যালিটি বিল্ডিং ও নতুন হস্টেল ফাঁকা হয়ে যায়। এই দুই বিল্ডিংয়েই করোনা হাসপাতাল শুরু করা হবে আগামীকাল থেকে।

কলকাতা মেডিক্যাল কলেজকে করোনা হাসপাতালে পরিণত করলে করোনার চিকিৎসা গতি পাবে। এমনটাই মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। মেডিক্যাল কলেজের চিকিৎসকদের পাশাপাশি এখানকার উন্নতমানের যন্ত্রপাতি, ভেন্টিলেশন, সিসিইউ, আইসিইউ সবকিছুই ব্যবহার করা যাবে। গত মাসেই মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন চিকিৎসক, নার্স এবং চিকিৎসাকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যেই চলছিল মেডিক্যাল কলেজকে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলার কাজ। রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ১৪৫৬, যার মধ্যে মৃত্যু হয়েছে ৭২ জনের। এই অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ নতুন করোনা হাসপাতাল হলে করোনা চিকিৎসায় যে অনেকটাই সুবিধা হবে সেকথা বলাই বাহুল্য।

About Author