Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলকাতার মেট্রোতে আগুন, যাত্রীদের মধ্যে ছড়াল আতঙ্ক

আবারও বিপত্তি ঘটল কলকাতা মেট্রোয়। একের পর এক আত্মহত্যার ঘটনায় মেট্রো চলাচল বন্ধ রাখতে হয়েছে বহুবার, এবার যান্ত্রিক ত্রুটিগত গোলযোগের কারনে রবীন্দ্রসদন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষন। বিকেল 4.30…

Avatar

আবারও বিপত্তি ঘটল কলকাতা মেট্রোয়। একের পর এক আত্মহত্যার ঘটনায় মেট্রো চলাচল বন্ধ রাখতে হয়েছে বহুবার, এবার যান্ত্রিক ত্রুটিগত গোলযোগের কারনে রবীন্দ্রসদন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষন।

বিকেল 4.30 এর দিকে দমদমগামী ওই মেট্রোর কামরায় হঠাৎ করেই ধোঁয়া ভরে উঠতে শুরু করে যার জেরে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে স্বাভাবিক মেট্রো চলাচল ব্যাহত হয়। বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মিনিট কুড়ি স্টেশনে দাঁড়িয়ে থাকার পর মেট্রোটির মধ্যে থাকা সমস্ত যাত্রীদের সদনেই নামিয়ে দিয়ে মেট্রো খালি করে পাঠিয়ে দেওয়া হয় সার্ভিসিং এর জন্য।

এই বিপত্তির জেরে নিত্যযাত্রীরা দুর্ভোগে পড়েন। পরবর্তী দমদমগামী মেট্রোয় উপছে পড়ে ভিড়। দুর্ঘটনার কারন এখনও স্পষ্ট নয় তবে কলকাতা মেট্রো কর্মীদের চেষ্টায় শেষমেশ মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

About Author