নিউজকলকাতা

Kolkata Metro: যাত্রী সুবিধার্থে বড় উদ্যোগ, স্মার্ট কার্ড নিয়ে নয়া ব্যবস্থা কলকাতা মেট্রোর

Advertisement
Advertisement

শহর জুড়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। কলকাতাই সেই শহর যেখানে দেশে প্রথম মেট্রো চলে। আর এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একগুচ্ছ নতুন পরিবর্তনের সঙ্গে বেশ কিছু নতুন নতুন নিয়মও আনা হয়েছে কলকাতা মেট্রোর তরফে। ইতিমধ্যেই অনেকটা সম্প্রসারণ করা হয়েছে কলকাটা মেট্রোর। কিছু কিছু লাইনে চালু হয়েছে টিকিট কাটার জন্য ইউপিআই ব্যবস্থাও। এবার যাত্রীদের সুবিধার্থে আরো একটি ব্যবস্থা নেওয়া হল মেট্রো কর্তৃপক্ষের তরফে।

Advertisement
Advertisement

কিছুদিন আগেই গঙ্গার নীচ দিয়ে মেট্রো চালু করে নতুন সাফল্য পেয়েছে কলকাতা মেট্রো। আর এবার ফের এক নতুন প্রকল্প আনা হল কর্তৃপক্ষের তরফে। যাত্রী সুবিধার্থে মেট্রো স্মার্ট কার্ড নিয়ে আসা হয়েছে কর্তৃপক্ষের তরফে। বিভিন্ন স্টেশনে যাত্রীদের ব্যস্ততা থাকে চোখে পড়ার মতো। টিকিট বুকিং কাউন্টার গুলিতে উপচে পড়ে ভিড়। এমতাবস্থায় টিকিটের লাইনে দাঁড়াতে গিয়ে যাতে মেট্রো না মিস হয়ে যায় এর জন্য স্টেশনে বসানো হয়েছে টোকেন ভেন্ডিং মেশিন এবং স্মার্ট কার্ড রিচার্জ মেশিন।

Advertisement

যাত্রীদের মধ্যে স্মার্ট কার্ডের ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। এই উদ্যোগের ফলে লাভও হয়েছে। ২০২৩ এর থেকে ২০২৪ এ স্মার্ট কার্ড বিক্রির হার বেড়েছে অনেকটাই। রিপোর্ট বলছে, এ বছর উত্তর দক্ষিণ মেট্রোতে অতিরিক্ত ৭৯০০ টি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। মোট ২৬ টি স্টেশনের মাধ্যমে মোট ২৭,৯০০ টি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে এ বছর।

Advertisement
Advertisement

কিছুদিন আগে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের লাইন ২ তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চারটি স্টেশনে ইউপিআই টিকিট পরিষেবা চালু হয়েছে। এই চারটি স্টেশনে ইউপিআই এর মাধ্যমে টিকিট কাটা এবং স্মার্ট কার্ড রিচার্জ করার পরিষেবা চালু হয়েছে। অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনেও স্মার্ট কার্ড রিচার্জ করতে ইউপিআই ব্যবহার করা যাবে।

Related Articles

Back to top button