কলকাতা পুলিশ এমন এক কাজ করলো, জানলে আপনিও অবাক হবেন!

অবশেষে কলকাতা পুলিশের এসটিএফের জালে ধরা পড়লো জেএমবির কুখ্যাত জঙ্গী ও নেতা ইজাজ আহম্মেদ। নাশকতামূলক কাজের এই মাষ্টার মাইন্ডকে দীর্ঘদিন ধরে গোয়েন্দারা খুঁজছিল। সোমবার সকালে বিহারের গয়া থেকে হাতে নাতে…

Avatar

অবশেষে কলকাতা পুলিশের এসটিএফের জালে ধরা পড়লো জেএমবির কুখ্যাত জঙ্গী ও নেতা ইজাজ আহম্মেদ। নাশকতামূলক কাজের এই মাষ্টার মাইন্ডকে দীর্ঘদিন ধরে গোয়েন্দারা খুঁজছিল। সোমবার সকালে বিহারের গয়া থেকে হাতে নাতে ধরে ফেলেন এসটিএফের গোয়েন্দারা। এহেন কাজকে সাধুবাদ জানিয়েছেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। ধৃত জঙ্গীকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। ধৃতকে জেরা করে অনেক কিছু জানা যাবে বলে মনে করছেন এসটিএফের গোয়েন্দারা। ধৃত জঙ্গী বুদ্ধ গয়া ও খাগড়াগড় কান্ড সহ আরো নাশকতামূলক কাজ ও দেশদ্রোহীতার কাজের মাষ্টার মাইন্ড ছিল জেএমবির জঙ্গী ইজাজ আহম্মেদ। কলকাতা পুলিশের এরকম সফলতার গল্প আরেকবার খবরের শীরোনামে উঠে এলো তা বলাই বাহুল্য।