Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও বিজেপি কর্মীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ

সোমবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করলো পুলিশ। জানা যাচ্ছে এদিন বিজরপির একটি পদযাত্রা ছিল যাদবপুর ইউনিভার্সিটির সামনে দিয়ে। সেই পদযাত্রাকে আটকাতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পাল্টা একটি…

Avatar

সোমবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করলো পুলিশ। জানা যাচ্ছে এদিন বিজরপির একটি পদযাত্রা ছিল যাদবপুর ইউনিভার্সিটির সামনে দিয়ে। সেই পদযাত্রাকে আটকাতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পাল্টা একটি মিছিল বের করে। দুই মিছিল যাতে মুখোমুখি না হয় তার জন্যে পুলিশ ব্যারিকেড করে দেয়, মোতায়েন করা হয় পুলিশবাহিনী। কিন্তু ব্যারিকেডের কাছে মিছিল আসতেই এক মিছিল থেকে আর মিছিলের উপর হামলা হয়। খণ্ডযুদ্ধ বেধে যায় দুপক্ষের। এরপরেই লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

এরপর সুলেখা মোড়ের সামনে পুলিশের বিরুদ্ধে অবস্থানে বসে পড়ুয়ারা। তারা দাবি করে, বিজেপির বিরুদ্ধে মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কার পক্ষে এর থেকেই স্পষ্ট। পুলিশ জানিয়েছে, তারা বিজেপি সমর্থক ও শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হয়েছিল। যাদবপুরের পুলিশ কমিশনার সুদীপ সরকার এএনআইকে জানিয়েছেন, ‘যখন আমরা বিজেপি কর্মীদের তাড়া করছিলাম তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু শিক্ষার্থী জনতার ভিতরে ঢুকে পড়ে। বিজেপি কর্মীদের থেকে আমরা যাদবপুরের শিক্ষার্থীদের আলাদা করতে পারিনি।আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর লাঠিচার্জ করিনি।’ এই ঘটনার প্রায় দুই ঘণ্টা পরে দুপক্ষই এলাকা ছাড়ে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : কেন্দ্রে হার বিজেপির, সমীক্ষায় বলছে এমনই রেজাল্ট

রবিবার সন্ধ্যায় একদল মুখোশধারী জেএনইউতে প্রবেশ করে এবং ক্যাম্পাসে ভাঙচুর করে, শিক্ষার্থীদের লোহার রড দিয়ে মারে। এই ঘটনার জন্য বামপন্থী ছাত্র সংগঠন গুলি আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় ছাত্র পরিষদের উপর দোষ চাপায়। এই ঘটনার পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।

About Author