কলকাতানিউজ

কলকাতা পুলিশের কন্ঠে ‘উই শ্যাল ওভারকাম’, সাময়িক স্বস্তি দিল শহরবাসীকে

Advertisement

করোনা যুদ্ধ জয় করে যে আমাদের আবার এগিয়ে জেতে হবে জীবনে সেই লক্ষ্যকে স্মরণ করিয়ে, ভেঙে পড়া মনোবল কে আবার শক্ত করতে পুলিশের এই অন্য ভূমিকা নজরে আসলো সকলের। মানুষকে সাহস দিতে পুলিশের আধিকারিকরা রাস্তায় দাঁড়িয়ে গাইলেন”উই শ্যাল ওভারকাম”।

বুধবার এন্টালি থানার ওসি দেবাশিস দত্ত এবং পুলিশ কর্মীরা গান গাইলেন এন্টালি সংলগ্ন একটি বহুতল আবাসনের সামনে।সাব-ইনস্পেক্টর এবং বাকি পুলিশদের সঙ্গে অনেকে আবার পুলিশ কর্মীদের গাওয়া গানে সাথে গলা মিলিয়ে গান করেছেন। স্বাভাবিক ভাবেই গৃহবন্দীর এই পরিস্থিতিতে পুলিশের এই গান সাধারণ মানুষকে এই সংকটময় পরিস্থিতিতে সাহস এবং স্বস্তি দিয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সেই কারনে গোটা দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশবাসীকে বারবার সতর্ক করা হচ্ছে যাতে ঘরের বাইরে না যায়।পুলিশ রা কিভাবে মানুষের মনোবল শক্ত করে তাদের উৎসাহিত করতে পারেন সে দৃষ্টান্ত আরও একবার দেখল মানুষ।

অপরদিকে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে ক্রমশ।বিশ্বে ৯.৩ লক্ষেরও বেশি মানুষ সংক্রামিত এবং ৫০,০০০ মানুষের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে।ভারতে আক্রান্তের সংখ্যা ১৯৬৫ জন,মৃত্যু হয়েছে ৫০ জনের। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত, যার মধ্যে ৩ জন প্রাণ হারিয়েছেন আবার ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Related Articles

Back to top button