বিক্ষোভের ইঙ্গিত আগেই দিয়েছিল বাম সংগঠন সহ কংগ্রেস দল। আজ রবিবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর রয়েছে। তিনি এদিন শহর কলকাতায় পা রাখা মাত্রই বাম সংগঠন সহ কংগ্রেস কর্মীদের বিক্ষোভ শুরু হয়ে যায়। এরপর তারা প্রত্যেকে কালো বেলুন ও কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের প্রত্যেকের মুখে একটাই স্লোগান ‘গো ব্যাক অমিত শাহ।’
গত মাসের জানুয়ারিতেই কলকাতা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফর ঘিরেও একই রকমভাবে বামপন্থী দলগুলি বিমানবন্দরে বিক্ষোভ দেখায়। যার ফলে পথ অবরোধ থাকে বেশ কিছুক্ষণ। নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে বামপন্থী দলগুলি বিক্ষোভ জানায়। যার ফলে নাকাল হতে হয় পথচলতি মানুষদের। ঠিক একইরকম ভাবেই বাম সংগঠন সহ কংগ্রেস অমিত শাহের সফরকে ভঙ্গ করতে নেমেছেন পথে বলে জানিয়েছেন তারা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : অমিত শাহের সভায় বিঘ্ন ঘটাতে উদ্যোগ নিলে ফল ভালো হবে না : রাহুল সিনহা
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন শহিদ মিনারে সিএএ-এর সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্য রাখবেন। বাম সংগঠনের অন্যতম নেতা মহম্মদ সেলিম জানিয়েছেন, দিল্লিতে যে প্রতিহিংসা ছড়িয়েছে যার ফলে ক্ষতি হয়েছে প্রচুর মানুষের এবং বলাই বাহুল্য সাধারন জীবনযাপন সেখানে ব্যহত তার প্রতিবাদেই আজ বামপন্থী দলগুলির এই ‘গো ব্যাক অমিত শাহ’ কর্মসূচি।
এদিন রবিবার সকাল প্রায় ১১ টা নাগাদ কলকাতায় অমিত শাহ বিমানবন্দরে পা রাখেন। তিনি শহরে আসা মাত্রই বিক্ষোভ শুরু করে বাম-কংগ্রেস দলগুলি। রবিবার সকালে বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই দুই দলের নেতাকর্মীরা। যদিও পুলিশি নিরাপত্তা সহ জায়গাটি ঘিরে ফেলা হয়।