নিউজরাজ্য

Kolkata weather and rain forecast: মনে হচ্ছে যেন ৫৩ ডিগ্রি সেলসিয়াস, আগামী সপ্তাহে কি বৃষ্টি হবে কলকাতায়?

কলকাতায় এই মুহূর্তে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে অব্যাহত

Advertisement

শনিবার বিকেলে রোদের তেজ কিছুটা কমে গেলেও আকাশে দেখা যায় ধূসর মেঘ। তবে সেই মেঘে কোন গর্জন ছিল না। এই আবহে গরমে তপ্ত কলকাতাবাসিকে স্বস্তি দিয়ে নামেনি কোন বৃষ্টি। আজ সকাল থেকে আবারো চড়া রোদে পুড়ছে কলকাতা। রবিবার রবির তেজে দাবদাহ অব্যাহত রয়েছে কলকাতায়। তবে আজ তাপ প্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে না কলকাতার কোথাও। যদিও তাতে খুব একটা বেশি স্বস্তি মিলবে না। কারণ গরম আজকে নাজেহাল করবে কলকাতাবাসিকে। এমনকি আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবহাওয়ার কোন পরিবর্তন হবে না বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস ঢুকেছে পশ্চিমবঙ্গে এবং এই আবহে কলকাতার আবহাওয়া যেন একেবারে পশ্চিমের জেলাগুলির মত হয়ে গিয়েছে। গতকাল অবশ্য দেখা যায় অন্য ছবি। প্যাচপ্যাচে গরমে ঘাম হয়। আলিপুরের পারদ ৪০ ডিগ্রি না ছাড়ালেও গত সাত বছরে সবথেকে উষ্ণ বৈশাখ দেখছে কলকাতা। গতকাল শনিবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ছিল তিন ডিগ্রী বেশি। যদিও গতকাল ফিল লাইক তাপমাত্রা ছিল ৫৩.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ।

আজ রবিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪০ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস। অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে এবং ২০ তারিখের পর বৃষ্টির একটা ক্ষীন সম্ভাবনা রয়েছে। যদিও এরই সঙ্গে আবহাওয়া দপ্তরের বক্তব্য এতটা আগেভাগে বৃষ্টির পূর্বাভাস দেওয়া যাবে না। আগামী চারদিন কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর জেরে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। এদিকে আগামীকাল ১৭ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯° থাকতে পারে। তবে বুধবার কলকাতার তাপমাত্রা ৪২° সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Related Articles

Back to top button