প্রীতম দাস : সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিল নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে এক উতপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল থেকেই দফায় দফায় বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায় এর দ্বারা বিক্ষোভ প্রদর্শন করা হয়। কোথাও ট্রেন অবরোধ, কোথাও রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে আন্দোলন করতে দেখা যায় সংখ্যালঘুদের।
তাদের এই মারমুখী প্রতিবাদের ফলে নিত্যযাত্রীদের প্রচুর ভোগান্তি ও সমস্যার সম্মুখীন হতে হয়। আজ শনিবার সকাল থেকেই আবার দফায় দফায় বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ আন্দোলনের খবর আসতে থাকে। ক্যাব ও এনআরসি এর প্রতিবাদে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে এর উপর একাধিক বাস লরিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসগুলি।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে বিক্ষোভকারী দের ছোড়া ইটের আঘাতে এক পুলিশকর্মীর মাথা ফেটে যায় বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার ডাক দিয়েছেন।