Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মানবিক উদ্যোগ কৌশানির, পাড়ার সকলকে চাল ডাল বিতরন করে জন্মদিন পালন করলেন অভিনেত্রী

কৌশিক পোল্ল্যে: গতকাল ১৭ই মে ছিল টলিপাড়ার অন্যতম সুন্দরী অভিনেত্রী কৌশানি মুখার্জীর জন্মদিন। প্রতিবছর বেশ আড়ম্বরের সঙ্গে এই দিনটি পালিত হলেও এ বছর করোনায় সবটাই থমকে গিয়েছে সবকিছু। বলিউড থেকে…

Avatar

কৌশিক পোল্ল্যে: গতকাল ১৭ই মে ছিল টলিপাড়ার অন্যতম সুন্দরী অভিনেত্রী কৌশানি মুখার্জীর জন্মদিন। প্রতিবছর বেশ আড়ম্বরের সঙ্গে এই দিনটি পালিত হলেও এ বছর করোনায় সবটাই থমকে গিয়েছে সবকিছু। বলিউড থেকে টলিউড সকল তারকারাই জাঁকজমক ছেড়ে সাধারন পন্থায় পালন করছেন নিজের জন্মদিন। সেই পথে হেঁটেই একটু অন্য রকম ভাবে মানবিক উদ্যোগে সামিল হলেন অভিনেত্রী।

নিজের পাড়াতেই সাধারন মানুষদের হাতে চাল ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দিয়ে এই বিপদের সময়ে তাদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী। এদিন সকালে বেলেঘাটা ৩৩ পল্লীতে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখেই চলল খাদ্যসামগ্রী বিতরন। নিজ হাতে সকলের হাতে রেশন তুলে দিলেন কৌশানি, সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠজনেরাও সেখানে উপস্থিত ছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিতরন শেষে ভ্যানটিই হয়ে উঠল কেক কাটার টেবিল। সেখানেই কেক কেটে এক অভিনব জন্মদিনের সাক্ষী থাকলেন টলিসুন্দরী। অন্যান্য বছরে ফ্যান ক্লাব আয়োজিত পার্টি কিংবা কাছের বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করার পরিবর্তে এমন একটি দিনে সকলের সাহায্যে এগিয়ে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছেন অভিনেত্রী। তার এই পদক্ষেপে মুগ্ধ এলাকাবাসী।

এবারের জন্মদিনে কি করবেন তা খানিক আগে থেকেই প্ল্যান করে রেখেছিলেন অভিনেত্রী, সেইমতো খানিক আগে থেকেই সমস্ত কিছুর বন্দোবস্ত করতে উদ্যোগী হন তিনি। তার বিশেষ বন্ধু অভিনেতা বনি সেনগুপ্ত এই বিশেষ দিনটিতে প্রতি বছরই নতুন সারপ্রাইজ দেন তবে এবছর এক অন্য ভাবে অন্য উদ্যোগে সামিল কৌশানি।

About Author