সানগ্লাস পরেই প্রজাতন্ত্র দিবসে কৌশানি করলেন এই পোস্ট, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বলিউড থেকে টলিউডের বহু সেলেবরাই বিভিন্ন দেশাত্মবোধ পোস্ট করেছেন, কেউ কেউ জাতীয় পতাকা হাতে নিয়েও পোস্ট করেছেন ছবি, লিখেছেন শুভেচ্ছাবার্তা। এরই মাঝে টলি সুন্দরী কৌশানি…

Avatar

কৌশিক পোল্ল্যে: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বলিউড থেকে টলিউডের বহু সেলেবরাই বিভিন্ন দেশাত্মবোধ পোস্ট করেছেন, কেউ কেউ জাতীয় পতাকা হাতে নিয়েও পোস্ট করেছেন ছবি, লিখেছেন শুভেচ্ছাবার্তা। এরই মাঝে টলি সুন্দরী কৌশানি করলেন এই সুন্দর পোস্ট।

একটি ছোট্ট ভিডিয়োর মাধ্যমে সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন। সেই সঙ্গে দেশের স্বাধীনতা সংগ্রামীসহ দেশের জওয়ানের প্রতি নিজের শ্রদ্ধা নিবেদন করেন। ভিডিওটি নিজের সোশাল অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি।

আরও পড়ুন : মেরুন পোশাকে হট লুকে মিমি চক্রবর্তী, নেট দুনিয়ায় তোলপাড়

উল্লেখ্য, ভিডিয়োতে কৌশানি একটি কালো সানগ্লাস পরেছিলেন। একারনেই নেটিজেনদের বহু কমেন্টে তিনি কটাক্ষের শিকার হোন। যদিও এবিষয়ে কৌশানির তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।

 

View this post on Instagram

 

Happy 71st Republic Day ???? Jai Hind ?

A post shared by Koushani (@myself_koushani) on