কৌশিক পোল্ল্যে: জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। একটি সাধারন পরিবারের কৃষ্ণবর্না মেয়ের জীবনকাহিনী। রূপের বাহার না থাকলেও গান গেয়েই মানুষের মনজয় করে নেওয়ার লড়াইয়ে পাশে পান স্বামী নিখিলকে, ধারাবাহিকের মোদ্দা গল্প এই নিয়েই। এরপর শ্যামার জীবনে আসে নানারকম চড়াই-উতড়াই। সমস্ত বাধাবিপত্তি পেরিয়ে শ্যামা কি পারবে সবকিছু আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে? সে তো সময়ই বলবে।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী নায়িকা শ্যামা আপাতত মৃত, কূটনীতির চক্রান্তে অজান্তে বিষ খেয়েই মৃত্যুমুখে পতিত হন শ্যামা। এরপরই গল্পে আসে নতুন চমক। অবিকল শ্যামারই মতো দেখতে একটি মেয়ের সঙ্গে দেখা হয় নিখিলের যার নাম আম্রপালি, উভয়ের চারিত্রিক মিল খানিকটা থাকলেও গায়ের রং এ রয়েছে বিস্তর ফারাক, শ্যামার থেকে অনেক বেশি উজ্জ্বলবর্না এই আম্রপালি। শ্যামার মৃত্যুরহস্য ফাঁস করতে নতুন করে পরিকল্পনা করেন নিখিল। আম্রপালি এবং নিখিল সমাজের সামনে মিথ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাহলে শ্যামা কোথায়? আর কে এই আম্রপালি সব রহস্যের সমাধান আসতে চলেছে আগামী পর্বগুলিতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
এ তো গেল ধারাবাহিকের গল্প। বাস্তব জীবনে শ্যামা ওরফে তিয়াশা গৃহবধূ হলেও অনেক বেশিই চঞ্চল এবং বুদ্ধিমতী খানিকটা আম্রপালিরই মতো। সহ অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি এককথায় অনবদ্য। এবছর মিলিয়ে পরপর তিনবার সেরা ছেলের পুরষ্কারে সম্মানিত হন সোনার সংসারের নীল। কাজেই অন ডিমান্ড এই জুটির কাছে মাচা শো এর অফার আসে অগুনতি যা অ্যাটেন্ডও করেন উভয়েই। বর্তমান বিপর্যয়ে ধারাবাহিকের কাজ স্থগিত রয়েছে। আপৎকালীন পরিস্থিতি কেটে গেলেই নতুন পর্বের শ্যুটিং অতিদ্রুত শুরু হবে।