নির্দিষ্ট সময়ের আগেই করতে হবে KYC, নাহলে বন্ধ হয়ে যাবে আপনার SBI অ্যাকাউন্ট
নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে অ্যাকাউন্টের কেওয়াইসি, নাহলে বন্ধ হয়ে অ্যাকাউন্ট। মেসেজের মাধ্যমে একথা গ্রাহকদের জানিয়ে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংকের এই সিদ্ধান্তের কথা জানিয়ে শীঘ্রই অ্যাকাউন্ট কেওয়াইসি করতে গ্রাহকদেরঅনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
আগামী ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ এই কেওয়াইসি করা যাবে বলে জানানো হয়েছে ব্যাংকের তরফে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে কেওয়াইসি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নিকটবর্তী শাখায় গিয়ে করা যাবে এই কেওয়াইসি। ব্যাংকের দেওয়া নির্দিষ্ট আবেদন পত্র যথাযথ ভাবে পূরণ করে এই কেওয়াইসি করতে হবে।
আরও পড়ুন : টানা ৫ দিন বন্ধ ব্যাংক-ATM, হয়রানির মুখে সাধারণ মানুষ
অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে এই কেওয়াইসি করা হচ্ছে বলে ব্যাংক সূত্রে খবর। ইতিমধ্যে অনেকের মোবাইল নাম্বারে এই কেওয়াইসি সংক্রান্ত মেসেজ এসেছে। তবে অনেকের ফোনেই তা আসেনি। যাদের মেসেজ আসেনি তাদের ব্যাংকের যোগাযোগ করতে হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।