দেশনিউজ

সাবধান! KYC এর নামে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উধাও!

Advertisement

অনলাইন ব্যাংক জালিয়াতি বর্তমানে নিত্য নৈমিত্তিক ঘটনা। যতই দিন যাচ্ছে ততই জালিয়াতির নতুন নতুন পন্থা অবলম্বন করছে জালিয়াতি চক্রগুলো। এমনই এক জালিয়াতি চক্রের সন্ধান পেলেন ব্যাঙ্গালুরু পুলিশ। যাদের কবলে পড়ে বহু গ্রাহকের ব্যাংক একাউন্ট শূন্য হয়েছে বলে অভিযোগ এসেছে। এই চক্র অভিনব পদ্ধতি অবলম্বন করেছে জালিয়াতির জন্য। এই চক্র থেকে একজন ব্যক্তি প্রথমে যে কোন একটি ওয়ালেটের কাস্টমার কেয়ারের নাম করে গ্রাহকদের ফোন করে একাউন্ট কেওয়াইসি-র কথা বলছেন।

তারা গ্রাহককে জানাচ্ছেন কেওয়াইসি করা না থাকলে অবিলম্বে তা করে ফেলতে হবে নাহলে বন্ধ হয়ে যাবে সমস্ত ট্রানজেকশন। গ্রাহকেরা কেওয়াইসি করার পদ্ধতি জানতে চাইলে জালিয়াতি চক্রের কলার ‘রিমোট অ্যাকসেস অ্যাপ’ নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলছেন। যেই গ্রাহকেরা অ্যাপটি ডাউনলোড করছেন এবং কলারের নির্দেশ অনুযায়ী কিছু পারমিশনে সহমত প্রদান করছেন সেই মাত্র ওই মোবাইলের কন্ট্রোল প্রতারণা চক্রের কলারের হাতে চলে যাচ্ছে।

আর মুহুর্তের মধ্যে সেই কলার একাউন্টটি খালি করে দিচ্ছে। ব্যাঙ্গালুরু পুলিশ সূত্রে খবর, এমন বেশ কয়েকটি অভিযোগ তাদের কাছে জমা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে গ্রাহকেরা অভিযোগ জমা করছেন না, সেক্ষেত্রে বড় বিপদের সম্ভাবনা থেকে যাচ্ছে।

Related Articles

Back to top button