Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আগামিকাল লক্ষ্মী পুজো, জেনে নিন কখন শুরু হচ্ছে কোজাগরী পূর্ণিমা, কখনই বা শেষ

Updated :  Saturday, October 12, 2019 10:31 PM

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : এবছরের মতো বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজো শেষ। মা চলে গিয়েছেন কৈলাসে। এবার পালা মা লক্ষ্মীর। আগামীকাল অর্থাৎ রবিবার এবারের লক্ষ্মী পুজো পড়েছে। দুর্গা পুজোর পর প্রথম পূর্ণিমা তিথিতে এই পুজো হয়, সমস্ত সনাতন বাঙালি ঘরে। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রতিটা পরিবার। গৃহস্থের পরিবার ছাড়াও যে সব মণ্ডপে দুর্গা পুজো হয়, সেখানেও লক্ষ্মী পুজো হয়।

দেখে নিন এবছরের লক্ষ্মী পুজোর নির্ঘন্ট ও সময়সূচিঃ

পূর্ণিমা আরম্ভ: বাংলা তারিখ: ২৫ আশ্বিন ১৪২৬, শনিবার। ইংরাজি তারিখ: ১২/১০/২০১৯, সময়: রাত্রি ১২.৩৭ মিনিট থেকে।

পূর্ণিমা শেষ: বাংলা তারিখ: ২৬ আশ্বিন ১৪২৬, রবিবার। ইংরাজি তারিখ: ১৩/১০/২০১৯, সময়: রাত্রি ২.৩৮ মিনিট পর্যন্ত।

পূর্ণিমার উপবাস:

বাংলা তারিখ: ২৫ আশ্বিন ১৪২৬, শনিবার রাত ১২.৩৭ মিনিট থেকে ২৬ আশ্বিন রবিবার রাত্রি ২.৩৮ মিনিট পর্যন্ত। ইংরাজি তারিখ: ১২/১০/২০১৯ ১২.৩৭ মিনিট থেকে ১৩/১০/২০১৯ এর রাত্রি ২.৩৮ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে কোজাগরী পূর্ণিমার পুজো এবং নির্ঘন্ট দেখে নিনঃ

পূর্ণিমা আরম্ভ: বাংলা তারিখ: ২৪ আশ্বিন ১৪২৬, শনিবার। ইংরাজি তারিখ: ১২/১০/২০১৯, সময়: রাত্রি ১২.০৩ মিনিট থেকে।

পূর্ণিমা শেষ: বাংলা তারিখ: ২৫ আশ্বিন ১৪২৬, রবিবার। ইংরাজি তারিখ: ১৩/১০/২০১৯, সময়: রাত্রি ১.৫৬ মিনিট পর্যন্ত।

পূর্ণিমার উপবাস:

বাংলা তারিখ: ২৪ আশ্বিন ১৪২৬ রাত ১২.০৩ মিনিট থেকে ২৫ আশ্বিন ১৪২৬ রবিবার রাত্রি ১.৫৬ মিনিট পর্যন্ত। অর্থাৎ ১২/১০/২০১৯ শনিবার রাত ১২.০৩ মিনিট থেকে ১৩/১০/২০১৯ রবিবার রাত ১.৫৬ পর্যন্ত।