দেশনিউজ

চাঁদে এখন কী অবস্থায় আছে ল্যান্ডার বিক্রম?

Advertisement

চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের এখনও কোনো যোগাযোগ স্থাপন করা যায়নি। বিক্রমকে অরবিটার মডিউলের মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে দেখতে পাওয়া গিয়েছে এবং তারপর থেকেই বিক্রমের সঙ্গে যোগ স্থাপনের অক্লান্ত চেষ্টা করছে ইসরো ও নাসা। নাসা জানিয়েছে, ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে৷

নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের ২ টি অ্যান্টেনা বারবার ল্যান্ডার বিক্রমকে বেতার তরঙ্গ পাঠাচ্ছে। ল্যান্ডার বিক্রমকে হ্যালো মেসেজ পাঠানো হয়েছে নাসার বিজ্ঞানীদের তরফ থেকে৷ ভারতের চাঁদে অভিযান নিয়ে নাসা প্রথম থেকেই উত্‍সাহী৷ চন্দ্রযান ২ এর অভিযান শুরু হওয়ার সময় থেকেই বিভিন্ন স্পেস স্টেশন থেকে নাসার ১২ টি অ্যান্টেনা এই অভিযানের উপর নজর রাখছে।

বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টায় ২ সপ্তাহ সময় নিয়েছে ইসরো৷  নাসার বিজ্ঞানীদের ধারণা যে অন্তিম দিনের মধ্যে অন্তত একবার সাড়া দেবে ল্যান্ডার বিক্রম।

Related Articles

Back to top button