অরূপ মাহাত: লতা মঙ্গেশকরের গান গেয়ে আজ ভারত বিখ্যাত রাণুদি। এবার তাঁকে নিয়ে মুখ খুললেন স্বয়ং লতা মঙ্গেশকর। নেতিবাচক হলেও সেই মন্তব্যে রাণুদির জনপ্রিয়তা বাড়বে বলেই মনে করছে নেটিজেনরা। তবে রাণুদিকে নিয়ে এই মুহূর্তে দুটি শিবিরে বিভক্ত স্যোশাল মিডিয়া। এক দল রাণু মন্ডলের গান শুনে মুগ্ধ, অন্যদিকে আরেক দল রাণুদির আচরণের তীব্র বিরোধিতা করছেন। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত রাণুদির সাক্ষাৎকারে যে ভঙ্গিতে তিনি কথা বলেছেন তাতে রাণু মন্ডলের প্রতি বিরক্ত অনেকেই। লতা মঙ্গেশকরের সমালোচনা তাদের অক্সিজেন জোগাবে।
ভারতে অসংখ্য লতাকন্ঠী শিল্পী রয়েছে। তাহলে রাণুকেই কেন এত গুরুত্ব দেওয়া হবে? এই প্রশ্ন তুলছেন অনেকে। আবার এইখানে একটা হুজুগ কাজ করছে মনে করছে বলে ধারণা অনেকের। এই প্রসঙ্গে লতাজী আজ বলেন, ‘নকলের কোন ভবিষ্যৎ নেই। টিকে থাকতে হলে নিজস্বতা তৈরী করতে হবে রাণুকে।’ লতাজীর প্রতিক্রিয়া পেয়ে অবশ্য উল্লসিত রাণুদির শ্রোতারা। তাদের মতে, লতা মঙ্গেশকরের মতো একজন রাণুদিকে নিয়ে কথা বলেছেন, এটাই ওর জীবনে সবচেয়ে বড় পাওয়া।