মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হয়েছে হায়দ্রাবাদ ভবনে। সেখান থেকে বেরিয়ে মোদী খুব বিশ্বাসের সঙ্গে বলেছেন যে একটা বড় বানিজ্য চুক্তি হয়েছে আমেরিকার সাথে এবং তা ভালই হবে। তিনি আরো জানিয়েছেন যে ভারত এবং আমেরিকা দুই দেশই সুস্থ ও ভারসাম্যপূর্ণ বানিজ্য করতে অকপট। গত তিন বছরে এই দুই দেশের দ্বিপার্শ্বিক চুক্তি অনেক উন্নতি করেছে এবং ভারসাম্য বজায় রেখেছে।
বৈঠকের পর ট্রাম্প বলেছেন যে বানিজ্য চুক্তিগুলিতে বিশেষ নজর রাখা হয়েছে। সোমবার আহমেদাবাদের নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে মোদীকে তিনি খুব শক্ত আলোচক বলে উল্লেখ করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট এই চুক্তিতে যে খুশি হয়েছেন সেটাও বলেছেন। আমেরিকার বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধের সরঞ্জাম যেমন- অ্যাপাচে, এমএইচ – ৬০ এই হেলিকপ্টারগুলি ভারত কিনবে বলে।যার মূল্য ৩ বিলিয়ন ডলার।যা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে খুব সাহায্য করবে বলা হয়েছে। অ্যাপাচে- র মধ্যে ৩০ এমএম এর একটি চেন গান আছে। যার মধ্যে ১২০০ রাউনড গুলি থাকবে। দিনের সাথে রাতে ও বিপক্ষের উপর হামলা চালাতে পারবে এই শক্তিশালী অ্যাপাচে।
আরও পড়ুন : আমেরিকা থেকে বিশ্বের সেরা যুদ্ধ বিমান কিনছে ভারত
এর সাথে রাতে দেখার মত ক্যামেরা থাকবে। এর সামনে রয়েছে শক্তিশালী সেন্সর যা কিনা ঘ্রান শক্তির মত কাজ করবে। আর এটা পুরোটাই বুলেট পুরুফ। সুতরাং যুদ্ধক্ষেত্রে ভারতকে এটা অনেক সাহায্য করবে বলে বিশেষজ্ঞরা বলছেন। ট্রাম্পের ৩৫ ঘণ্টা সফরে আসল কারণ এই বানিজ্য চুক্তি। এই চুক্তি ভারতের ক্ষেত্রে কতটা লাভজনক হবে তা পরেই জানা যাবে।