ক্যাকটাস থেকেই তৈরি করা হচ্ছে লেদার, বেঁচে যাচ্ছে অনেক জীবজন্তু, দেখুন সেই ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি : লেদার অর্থাৎ চামড়ার তৈরি জুতো ব্যাগ আমরা শুরু থেকেই ব্যবহার করি। শুধু ব্যবহার করি না, এটা আমাদের কাছে যথেষ্ট ভালো লাগার একটি বিষয়। কিন্তু এই চামড়া শিল্পের কারখানা গুলি এই জিনিসগুলো উৎপাদন করার জন্য লক্ষ লক্ষ পশুকে মেরে ফেলছে। যা পরিবেশের একেবারে পরিপন্থী। শুধু তাই নয়, পশু মারার সাথে সাথে এটি তৈরি করতে প্রচুর পরিমাণে জল ব্যবহৃত হয়।

তবে এই দুই মানুষ যারা অসাধ্য সাধন করে দেখিয়েছেন, তারা ক্যাকটাস থেকে চামড়া বানাচ্ছেন। ক্যাকটাস এমনিতেই সাধারণত কোন কাজে লাগে না, মরুভূমি তে কাটা জাতীয় এক গাছ। এই গাছ থেকে চামড়া বানিয়ে তা ব্যবহারের উপযুক্ত করে তোলা হচ্ছে যার ফলে বেঁচে যাচ্ছে লক্ষ লক্ষ পশু। পরিবেশের ভারসাম্য বজায় থাকছে। শুধু তাই নয় চামড়া গুলিকে নানান রকম রং দেওয়া হচ্ছে, আর এই প্রতিটা রং হচ্ছে প্রাকৃতিক রং, কোন রকম কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে না। চামড়ার যা দাম ক্যাকটাস দিয়ে তৈরি চামড়ারও এরকমই দাম রাখা হয়েছে। এই চামড়া দিয়েই গাড়ির সিট, ব্যাগ, জুতো ইত্যাদি বানানো হচ্ছে।

পৃথিবী কে রক্ষা করার জন্য প্রয়োজন এমনই মানুষের। ই ছোট ছোট চেষ্টায় পৃথিবী একদিন আবার তার নিজের জায়গায় ফিরে আসবে। বন-জঙ্গল, গাছপালায় পৃথিবীর সবুজে সবুজ হয়ে উঠবে। এমন মানুষের পৃথিবীতে খুব দরকার। যারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে পৃথিবীর উপযুক্ত বাস্তুতন্ত্র বজায় রাখতে পারবে।